রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: কথায় আছে রাখে হরি তো মারে কে! শুক্রবার এই কথাটাই যেন সত্যি হল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Super speciality hospital) ভর্তি থাকা রোগীদের ক্ষেত্রে। অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের (Fire) হাত থেকে বেঁচে গেল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালও।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের থার্ড ফ্লোরের একটি জানলার কার্নিশে আচমকা আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। বিষয়টি দেখতে পেয়েই হাসপাতালের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের খবর দেন তাঁরা। সঙ্গে সঙ্গে হাসপাতালের নিরাপত্তারক্ষী ও হাসপাতালের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে হাসপাতালের কর্মীরাই আগুন নিভিয়ে দেন।
আরও পড়ুন: Bankura News: চিকিৎসক পরিচয় দিয়ে নার্সকে বিয়ে করার চেষ্টা, ধৃত প্রতারক
এপ্রসঙ্গে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের এমএসভিপি চিকিৎসক কল্যাণ খাঁ জানান, কেউ ধূমপান করে জানলা দিয়ে বিড়ি বা সিগারেটের টুকরো ফেলেছিল। আর সেই জানলায় ঝুলে ছিল কাপড়ের টুকরো। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত অংশটি গিয়ে ওই কাপড়ে আটকে যায়। আর তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বিষয়টি দেখতে পেয়ে হাসপাতালের কর্মীরাই আগুন নিভিয়ে দেন। তবে কী কারণে ওইভাবে আগুন লেগে গেল তার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে।
আরও পড়ুন: Weather Update: অবশেষে স্বস্তি? আপনার জেলায় কবে বৃষ্টি? জানিয়ে দিল আবহাওয়া দফতর
এদিকে আচমকা হাসপাতালের চারতলায় আচমকা আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকেন হাসপাতালের নিচে থাকা মানুষজন। ভয়ে দৌড়তেও দেখা যায় অনেক রোগীর বাড়ির লোকদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মীদের তৎপরতায় অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। যদিও বিষয়টিকে কেন্দ্র করে এখনও চাপা আতঙ্ক রয়েছে রোগী ও তাঁদের বাড়ির লোকেদের মধ্যে। হাসপাতালে চিকিৎসা করাতে এসে যে এই ধরনের ঘটনার সাক্ষী হতে হবে একথা তাঁরা স্বপ্নেও ভাবেননি বলে জানাচ্ছেন। পাশাপাশি এই ঘটনা কেন ঘটল তার উপযুক্ত তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন অনেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Lok Sabha Election 2024: 'গদ্দার' শব্দের অর্থ কী? বোঝালেন দেব, 'সমর্থন' কুণালের