প্রকাশ সিনহা, কলকাতা: কলকাতায় শপিং মলের পর এবার আগুন কামালগাজির (Kamalgazi Fire) বহুতলে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বহুতলটির গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। সেখানে মিটার রুম রয়েছে বলে খবর। সেখানেই আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন।
যা জানা গেল...
প্রতিবেদনটি লেখার সময় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছে দমকল। তবে জল দেওয়া পুরোপুরি বন্ধ হয়নি। আগুনের স্ফূলিঙ্গ এখনও দেখা যাচ্ছে ইতিউতি, বেরোচ্ছ কালো ধোঁয়া। আরও কোনও আগুন রয়েছে কিনা, সেটা বোঝার চেষ্টা করছেন দমকলের আধিকারিকরা। তার আগে বহুতলের ইলেকট্রিক রুমে জল ছিটিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। কামালগাজির যে বহুতলে আগুন লাগে, তার সামনের দিকে একটি শোরুম রয়েছে। সেই শোরুমেই কর্মীরাই প্রথম ধোঁয়া দেখতে পান। তাঁরাই সঙ্গে সঙ্গে দমকলে খবর দিয়েছিলেন। প্রাথমিক ভাবে দমকলের ধারণা, মিটার বক্স থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুন লাগে। তবে আপাতত পরিস্থিতি নিয়ে যে উদ্বেগের কিছু নেই, সে কথাও জানালেন দমকলের আধিকারিকরা। তবে যে ইলেকট্রিক রুমটি ছিল, সেটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা যখন প্রথম এখানে পৌঁছন, তখন প্রবেশ করতে পারছিলেন না। সেই নিরিখে পরিস্থিতি উন্নত হলেও 'কুলিং ডাউন' প্রক্রিয়া চলছে।
অ্যাক্রোপলিস মল-এ আগুন...
শহরের অন্যতম চেনা শপিং মল-এ, শুক্রবার হঠাৎই আগুন লেগে গেলে তুমুল হট্টগোল শুরু হয়। গলগল করে বেরোতে শুরু করে কালো ধোঁয়া। এদিকে মল-এর ৫ তলা থেকে ১৯ তলা পর্যন্ত একাধিক সংস্থার অফিস রয়েছে। শুক্রবার হওয়ায় সেই অফিসগুলিতে কর্মীসংখ্যাও স্বাভাবিক মাত্রাতেই থাকার কথা। দ্রুত আগুন ছড়িয়ে এমন অবস্থা হয়েছিল যে দমকলের ১৫টি ইঞ্জিন প্রায় টানা ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। আগুন নেভাতে আনা হয় হাইড্রোলিক ল্যাডার। অক্সিজেন মাস্ক পরে ভিতরে ঢোকেন দমকলকর্মীরা। প্রাথমিক ভাবে অনুমান, বুক স্টোর থেকে আগুন ছড়িয়েছিল। তবে আশার কথা হল, শপিং মল থেকে সকলকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। যদিও অভিযোগ, আগুন লাগার খবর শুনে সকলে যখন তড়িঘড়ি সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করছিলেন, তখনই নজরে আসে সেই সিঁড়ি খালি নেই। তাতে আবর্জনা ভর্তি রয়েছে। নামতে অসুবিধা হয়, অভিযোগ করেন শপিং মল-এর কর্মীরা। এই পরিস্থিতির মধ্যেই ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
আরও পড়ুন:শ্মশানে যাওয়ার পথে বাজল ডিজে, তালে তাল মিলিয়ে কোমর দোলালেন শবযাত্রীরা