ঝিলম করঞ্জাই, কলকাতা: ফের শহরে (Kolkata) আগুন (Fire) আতঙ্ক। মেডিকা হাসপাতাল (Medica Hospital) চত্বরে আগুন লাগে এদিন। হাসপাতাল (Hospital) ভবনের বাইরে স্টোররুমে আগুন লাগে বলে জানা যায়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। স্টোররুমের কাছেই জরুরি বিভাগ। জরুরি বিভাগের একাংশ থেকে সরানো হল রোগীদের।
বাইপাসের ধারে এই হাসপাতালে রোগীর সংখ্যাও প্রচুর। ১ ঘণ্টার ওপরে অতিক্রান্ত হয়েছে আগুন লাগার। দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে স্টোর রুমের দাহ্য বস্তু বাইরে বের করে আনেন। যুদ্ধকালীন তৎপড়তায় আগুন নেভানোর কাজ চলতে থাকে।
এ প্রসঙ্গে চিকিৎসক কুণাল সরকার বলেন, 'এই স্টোর যেটা রয়েছে সেটা মূল হাসপাতাল চত্বরের বাইরে। ৫.১০ নাগাদ আগুন লাগে। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কম্পাউন্ডে বেশ কিছুক্ষণ ধোঁয়া ছিল। সবার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। গুরুতর কিছু হয়নি। মূল হাসপাতালে কোনও কিছু হয়নি।'
আরও পড়ুন, নিয়োগ দুর্নীতিতে ফের উঠে এল নতুন নাম! জানা গেল 'কালীঘাটের কাকু' আসলে কে!
রাজ্যের অন্যান্য জায়গায় আগুনের খবর-
- সম্প্রতি বেহালার বিএল শাহ রোডে অভিজাত আবাসন সাউথ সিটি গার্ডেনে অগ্নিকাণ্ড ঘটেছিল। সন্ধে সাড়ে সাতটা নাগাদ, আবাসনের ৯ তলায় আগুন লাগে। আতঙ্কে, হুড়োহুড়ি করে নীচে নেমে আসেন বাসিন্দারা। পরে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুজোর প্রদীপ থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান।
- কিছুদিন আগে দুর্গাপুর সিটি সেন্টারে রেস্তোরাঁয় আগুন লাগে। ওপরে হোটেল থাকায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। দমকল আগুন নিয়ন্ত্রণে আনলেও, রান্নাঘরটি পুড়ে যায়। রেস্তোরাঁর চিমনি থেকে আগুন ছড়ায় বলে দমকলের প্রাথমিক অনুমান।
- জানুয়ারি মাসে একই দিনে কলকাতার ৩ জায়গায় আগুন লেগেছিল। চেতলা লক গেটে রোডে ভস্মীভূত হয় ৪টি ঝুপড়ি। দেরিতে আসার অভিযোগে দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এরপর আগুন লাগে তপসিয়ায় চামড়ার কারখানায়। একই বাড়িতে স্কুল থাকায়, আতঙ্ক ছড়ায়। গার্ডেনরিচে ঝুপড়ি থেকে আগুন ছড়ায়। পুড়ে যায় ট্রাক, স্কুটার।