ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : ভয়াবহ সোমবারের রাত। ওড়িশায় জাজপুরে দুর্ঘটনার কবলে পড়ে ছাড়খার হয়ে বাংলার বেশ কয়েকটি পরিবার।  পুরী থেকে হলদিয়াগামী ফিরছিল বাসটি। রাতে বারবাটি সেতু থেকে নিচে পড়ে প্রাণ গেল এক মহিলা-সহ ৬ জন যাত্রীর। আর যেহেতু বাংলাতেই ফিরছিল বাসটি, তাই যাত্রীরাও বেশিরভাগই ছিলেন এ রাজ্যের বাসিন্দা। মৃতদের মধ্যে ৪ জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আহত হয়েছেন ৩৫ জনের মতো। তাঁদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। 


পুরী থেকে হলদিয়াগামী বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। সোমবার রাত ৯টা নাগাদ জাজপুরে বারাবাটি সেতুর ওপর থেকে নিচে  পড়ে যায় বাসটি। বাসের চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে। মৃতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা সাহায্য় ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। 


হলদিয়া-পুরী রুটের এই বাস প্রায় ৫০ জন যাত্রীকে নিয়ে পয়লা বৈশাখের দিন, রবিবার বিকেল ৪টেয় নন্দকুমার থেকে রওনা দিয়েছিল। অধিকাংশ ক্ষেত্রেই দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ভুবনেশ্বর এইমস বা কটকের হাসপাতালে চিকিৎসা করাতে যান এই বাসে চড়ে।দুর্ঘটনায় মৃত ৫ জনের মধ্যে ৪ জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। এঁদের মধ্যে রয়েছেন নন্দীগ্রামের রেয়াপাড়ার বর্ণালি বেরা দাস, ভূপতিনগরের উড়উড়ি গ্রামের উত্তম মাইতি, এগরার দুবদা গ্রামের অচিন্ত্য মাইতি এবং চণ্ডীপুরের মলয় ঘোষ।


নন্দীগ্রামের সর্বাণী বেরা দাসের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বামী চন্দন দাসের সঙ্গে চিকিৎসা করাতে ভুবনেশ্বরের এইমসে গিয়েছিলেন সর্বাণী বেরা দাস। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ নন্দকুমারে ফেরার কথা ছিল বাসটির। তার আগেই ওড়িশার জাজপুরে এই দুর্ঘটনা। অন্যদিকে ভূপতিনগরের উড়উড়ি গ্রামের বাসিন্দা উত্তম মাইতি। তিনিও কটকে চিকিৎসা করাতে গিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না তাঁর। 


বাসটি হলদিয়ায় আসছিল এবং নিহত ও আহত যাত্রীদের অনেকেই এরাজ্যের বাসিন্দা ।  উদ্ধারকাজে রাজ্য প্রশাসনের তরফে সবরকম সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। পাঠানো হয়েছে অ্যাম্বুল্যান্স, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। নিহত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। ওড়িশার প্রধানমন্ত্রী এবং ওড়িশা প্রশাসনকে প্রয়োজনীয় সাহায্যের অনুরোধ জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  


আরও পড়ুন :


ফের তাপপ্রবাহের হলুদ সতর্কতা ! এই দিনগুলিতে বিপদ এড়াতে বিশেষ নির্দেশ আবহাওয়া দফতরের