কলকাতা: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বারাণসীর একটি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি। বারাণসীর একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ দত্ত। নাক-মুখ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে।


অসুস্থ রাজ্যের প্রাক্তন আইজি: ফিলোজফিক্য়াল সোসাইটি অফ ইন্ডিয়ার বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে বারাণসী যান পঙ্কজ দত্ত। তাদের রাজ্য শাখার সভাপতি রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। সেখানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎই তাঁর নাক মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে বারাণসীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিনই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। নাক মুখ থেকে রক্ত বেরোনোর কারণেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সম্প্রতি আরজি কাণ্ডের আবহে পঙ্কজ দত্ত বক্তব্য রাখেন একটি অনুষ্ঠানে। তাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। তাঁকে নোটিস পাঠায় কলকাতা পুলিশ। থানাতেও হাজিরা দেন তিনি। রেকর্ড করা হয় জবানবন্দিও। 


এদিকে পঙ্কজ দত্তর অসুস্থতায় মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, "পঙ্কজ দত্তর হঠাৎ অসুস্থতার জন্য দায়ী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় বিভিন্ন সময় সরব হয়েছেন পঙ্কজ দত্ত। পুলিশের বিভিন্ন তদন্তের গাফিলতি নিয়ে সমালোচনা করেছেন রাজ্যের প্রাক্তন আইজি। সম্প্রতি আর জি করের ঘটনায় কলকাতা পুলিশের সমালোচনা করেছিলেন পঙ্কজ দত্ত। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পঙ্কজ দত্তকে হেনস্থা করেন কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। বড়তলা থানায় ডেকে দিনভর হেনস্থা করা হয় রাজ্য পুলিশের প্রাক্তন আইজি-কে। তাঁর শারীরিক অবস্থার জন্য দায়ী কলকাতা পুলিশ। চূড়ান্ত মানসিক নির্যাতন করা হয় পঙ্কজ দত্তকে।'






 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: WB By Election 2024: চালু নির্বাচনী আচরণবিধি, বাংলা আবাস যোজনার সমীক্ষা স্থগিত রাখার নির্দেশ কমিশনের