কলকাতা: নতুন ছবিতে জুটি বাঁধছেন প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এছাড়াও থাকছেন দেবাশীষ মণ্ডল (Debashish Mondal) ও বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)। আসছে নতুন ছবি "সে তো আজও বোঝে না"। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রন রাজ। প্রেম ও বাস্তব জীবনযাত্রার একটি ছবি ফুটে উঠবে এই গল্পে। এই সিনেমার বাড়তি আকর্ষণ রয়েছে জিৎ গঙ্গোপাধ্যায়ের (Jeet Ganguly) গান।
ছবির গল্প কিছুটা এইরকম.. মৈনাক মালদার ছেলে। সরকারি চাকরির প্রস্তুতির জন্য সে মালদা ছেড়ে কলকাতার আসে। সঙ্গে আসে তার ছোটবেলার বন্ধু জাহির। কলকাতায় এসে মৈনাকের দেখা হয় তার ছোটবেলার বন্ধু মেঘলার সঙ্গে। মেঘলা একটি সরকারি চাকুরি করে। বাড়ির পরিস্থিতি বুঝে সরকারি চাকরির প্রস্তুতি নিলেও মৈনাকের চাকুরি পছন্দ নয়। কারও চাকরগিরি করা যেন মানসিকভাবে মেনে নিতে পারে না সে। এই পরিস্থিতিতে মেঘলা যেন মৈনাকের ভরসা হয়ে দাঁড়ায়। হাতখরচের জন্য মেঘলা মৈনাকের পকেটে টাকা ঢুকিয়ে দেয় জোর করে। মৈনাক বুঝতে পারে না কখন এই ভরসা প্রেমে পরিণত হয়ে যায়। কিন্তু সেই প্রেমের কথা মেঘলাকে জানানোর আগেই অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে যায় তার। বিয়ের পরদিন থেকে মেঘলা আর খুঁজে পায় না মৈনাককে।
মাঝে কেটে যায় অনেকগুলো বছর। এরপরে আবার দেখা হয় মেঘলা আর মৈনাকের। কিন্তু এ এক অন্য মেঘলা। পরণে সাদা শাড়ি, সিঁথি খালি। অন্যদিকে তখন বদলে গিয়েছে মৈনাকের জীবন। গাড়ি, ধোপদস্তুর পোশাকে দেখা যায় মৈনাককে। মেঘলার জীবনে এমন কী ঘটেছিল? মৈনাকেরই বা এই পরিবর্তন হল কীভাবে? সেই সমস্ত উত্তর যেন একে অপরকে দিল তারা। কী সেই উত্তর? সেই উত্তরই দেবে এই সিনেমা, "সে তো আজও বোঝে না"।
ছবিতে মৈনাকের চরিত্রে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। মেঘলার চরিত্রে দেখা যাবে প্রিয়ঙ্কা সরকারকে। জাহিরের চরিত্রে অভিনয় করছেন দেবাশীষ মণ্ডল ও বৃষ্টির চরিত্রে দেখা যাবে বিবৃতিকে। জাহির ও বৃষ্টির গল্পটা ঠিক কেমন হবে, তা এখনও খোলসা করতে চাইলেন না পরিচালক। 'পান্ডে মোশান পিকচার্স'- এর ব্যানারে প্রযোজক মুকেশ পান্ডের প্রযোজনাতে মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে শোনা যাবে জিৎ গঙ্গোপাধ্যায়ের গান। একেবারে কমার্শিয়াল ছবিতে শোনা যাবে জিৎ-এর গান।
ইতিমধ্যেই এই ছবিটির অনেকটা অংশের শ্যুটিং হয়ে গিয়েছে কলকাতায়। এখনও চলছে শ্যুটিং। আগামী বছর বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।