বাচ্চু দাস, দার্জিলিং : খাঁচা থেকে খোলা আকাশের নিচে, মুক্তির আনন্দে মশগুল চার ফুটফুটে । বনে ফিরল চার বন্যশিশু। আর তাদের দেখতে এখন আরও বেশি পর্যটকের ভিড় শিলিগুড়ির সাফারি পার্কে। 

সোমবার বিকেলে, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ছাড়া হল চার ফুটফুটে রয়্যাল বেঙ্গল ছানাকে। উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের প্রধান মুখ্য বনপাল-সহ বন আধিকারিকরা। 


মার্চ মাসে বাঘ বিভান ও বাঘিনী শিলা এই চার শাবকের জন্ম দেয়। তারপর থেকে মায়ের সঙ্গে নাইট শেল্টারেই ছিল ওরা। সাত মাস পর্যবেক্ষণে থাকার পর এবার ওরা দর্শকের সামনে। আপাতত সপ্তাহে দুদিন করে সাফারি পার্কে ছাড়া হবে এই চার রয়্যাল বেঙ্গল শাবককে। 


দামোদরের জলে দেখা মিলল ডলফিনের, স্থানীয় ভিড় জমাতেই ভিডিও ভাইরাল


পাহাড়ে ভরপুর পর্যটনের মরসুম
নভেম্বর- ডিসেম্বর মানেই পাহাড়ে ভরপুর পর্যটনের মরসুম। বহু মানুষের আনাগোনা হয় এই সময়। এলিফ্যান্ট রাইড থেকে সাফারি, প্রায় সব টিকিটই আগাম বুক করতে হয়। আবার কেউ কেউ আসেন শুধুমাত্র চিড়িয়াখানা দেখতেই। এই চিড়িয়াখানার আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ। আসছে নতুন বাসিন্দা।  সিংহ, জেব্রা, এলবিরো ডাক, মণিপুরী ডাইসিং ডিয়ার।পর্যটক টানতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আরও নতুন অতিথি আনার পরিকল্পনাও চলছে। জানালেন মন্ত্রী। বন দফতর সূত্রে খবর, বেঙ্গল সাফারি পার্কের আয়তন বাড়ানো হবে, দুটির বদলে সাত থেকে আটটি হাতি সাফারির কথাও ভাবা হচ্ছে।


 এদিন সাফারির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "চারটি রয়্যাল বেঙ্গল টাইগারের শাবক ছাড়া হল। পরবর্তীতে সিংহ, জেব্রা ,আরও কিছু ক্যাঙ্গারু, একশৃঙ্গ গণ্ডার আনার কথা রয়েছে। পাশাপাশি এখন দুটো করে হাতি সাফারি চলছে। আগামীতে সাফারির সংখ্যা বাড়বে। হয়ত আট থেকে দশটি  এলিফ্যান্ট সাফারি হবে। "




 



টিকিট বুক করতে ক্লিক করুন - 
https://www.northbengalwildanimalspark.in/ -এখানে 


এখান থেকে বুক করা যাবে আগাম




  • Safari Ticket

  • Elephant Ride