কলকাতা: ভোট পরর্বতী সন্ত্রাসের তদন্তে আজও জেলায় জেলায় পৌঁছে গেল সিবিআই। ইলামবাজারে বিজেপি কর্মীকে খুনের ঘটনার তদন্তে তৃণমূল পার্টি অফিসে যায় সিবিআই। জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজন তৃণমূল নেতাকে। পাশাপাশি, সরিষায় বিজেপি কর্মীর খুনের তদন্তে যায় সিবিআই। অন্যদিকে, অভিজিৎ সরকার খুনের মামলায় সিবিআই দফতরে হাজিরা দেন নারকেলডাঙ্গার তৎকালীন ওসি। 


ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে, রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছে CBI টিম। বুধবার বীরভূমের ইলামবাজারে। পৌঁছয় সিবিআই। গোপালনগর গ্রামে বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় ফের তৃণমূলের দলীয় অফিসে যান গোয়েন্দারা। তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। এই ঘটনায় ইলামবাজারের পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি রবি মূর্মুকে দুর্গাপুরের সিবিআই অফিসে তলব করা হয়। 


CBI-এর আরেকটি টিম এদিন পৌঁছে যায়। দক্ষিণ ২৪ পরগনার সরিষায়। এদিন ভোট-পরবর্তী সন্ত্রাসে নিহত বিজেপি কর্মী রাজু সামন্তের মৃত্যুর তদন্ত সরিষা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান তদন্তকারীরা। কথা বলেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে। জখম অবস্থায় রাজু সামন্তকে এই স্বাস্থ্যকেন্দ্রে প্রথম আনা হয়।  


অন্যদিকে, হাওড়ার ডোমজুড়ে। এ দিন ফের যায় সিবিআই। ১৩জন অভিযুক্তের বাড়িতে গিয়ে নোটিস দেন তদন্তকারী আধিকারিরকরা। বৃহস্পতিবার তাঁদের সিবিআই দফতরে তলব করা হয়েছে। 


ভোট পরবর্তী সন্ত্রাসে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেনকে সিবিআই দফতরে তলব করা হয়। এদিন সিবিআই দফতরে হাজিরা দেন তিনি। 


গতকাল তৃণমূলের ব্লক অফিসে সিবিআই পৌঁছনোর ঘটনায় শুরু হয়েছে চাপানউতোর। ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান এ প্রসঙ্গে বলেন, দলীয় কার্যালয়ে কী জন্য এসেছিল সিবিআই, এর কারণ কী, গোটাটাই বিজেপির চক্রান্ত। আমরা মনে করি, এভাবে এসে দলকে হেনস্থা করা হয়েছে। তীব্র প্রতিবাদ করছি। 


আরও পড়ুন: Murshidabad: সামনেই উপনির্বাচন, কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু সামসেরগঞ্জে


আরও পড়ুন: Coochbehar: দুর্নীতির অভিযোগে  অনাস্থার  তিন মাস পর ফের সেই প্রধানেই আস্থা! তৃণমূলকে কটাক্ষ বিজেপির