Governor: 'অন্ধকার থাকলে আলো আছে' যাদবপুরে উপাচার্য না থাকা মন্তব্য আচার্য তথা রাজ্যপালের

Governor On JU: 'সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে, অ্যাকশন প্ল্যান তৈরি, খুব শীঘ্রই বাস্তবায়িত হবে', বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

Continues below advertisement

কলকাতা: 'অন্ধকার থাকলে আলো আছে। নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, খুব শীঘ্রই জানা যাবে।' যাদবপুরে উপাচার্য না থাকা নিয়ে আশ্বাস আচার্য তথা রাজ্যপালের। 'ছাত্র-শিক্ষক-উপাচার্যদের সঙ্গে কথা বলছি। সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে, অ্যাকশন প্ল্যান তৈরি, খুব শীঘ্রই বাস্তবায়িত হবে', বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

Continues below advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই মুহূর্তে উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়। এই আবহে দ্রুত উপাচার্য নিয়োগের আশ্বাসের কথা শোনা গেল আচার্যের গলায়। রাজভবনে চা চক্র শেষে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জানিয়েছেন খুব দ্রুত এই বিষয় সম্পর্কে জানা যাবে। পাশাপাশি তিনি বলেছেন 'ছাত্র-শিক্ষক-উপাচার্যদের সঙ্গে কথা বলছেন। তৈরি রয়েছে অ্যাকশন প্ল্যানও। খুব শীঘ্রই বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তিনি।

গত সপ্তাহে ছাত্র মৃত্যুর পর পরিবারকে দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। ঘটনাস্থল ঘুরে দেখে বৈঠক করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। এরপর রাজভবনে বৈঠকও করেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের ডিন সহ অ্যান্টি র‍্যাগিং সেলের সদস্যদের নিয়ে রাজভবনে জরুরি বৈঠক করেছিলেন আচার্য রাজ্যপাল। বৈঠকে ছিলেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও। ছিলেন ২ জন মনোবিদও। সূত্রের খবর, ২ ঘণ্টার বৈঠকে আচার্য জানতে চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়গুলি বর্তমান পরিস্থিতি কী রকম, র‍্যাগিং-এর অভিয়োগ কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বেশি উঠছে, র‍্যাগিং রুখতে কারা কী ব্যবস্থা নিয়েছে। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাগিংয়ের অভিযোগ বহুবার উঠেছে। অভিযোগ উঠেছে, হস্টেলে পাসআউট ছাত্র ও বহিরাগতদের থাকার। সূত্রের খবর,  বৈঠকে আচার্য জানতে চেয়েছিলেন, হস্টেলে বহিরাগতদের ভিড় আটকানোর উপায় কী? কোন বিশ্ববিদ্যালয় কী ব্যবস্থা নিয়েছে? নির্দিষ্ট অভিযোগ পেলে কীভাবে তার সমাধান করে কর্তৃপক্ষ? পাশাপাশি, মনোবিদদের কাছে জানতে চান পড়ুয়াদের মধ্যে র‍্যাগিং করার মানসিকাতা কেন তৈরি হচ্ছে?

এদিকে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন থামছে না। যা খতিয়ে দেখছে পুলিশও এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর আগে ডিন অফ স্টুডেন্টসকে ২বার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্রের দাবি, তদন্তকারীরা জানতে চান, UGC-র নির্দেশিকায় হস্টেলে সিসি ক্য়ামেরা লাগানোর কথা বলা থাকলেও, যাদবপুর হস্টেল ক্য়াম্পাসে সিসি ক্যামেরা নেই কেন? গত কয়েকদিনে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন। হস্টেলে দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ?এছাড়াও সহ উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টসের কাছ থেকে আরও বেশ কিছু তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Anti Ragging Circular: ছাত্রমৃত্যুতে টনক নড়ল? র‍্যাগিং রুখতে নতুন সার্কুলার জারি রাজ্যের

Continues below advertisement
Sponsored Links by Taboola