কলকাতা : '৫ অগাস্টে এদের বাড়ি ঘেরাও হবে আর তারপর এরা যার পা ধরে রাজনীতি করছে, দিল্লিতে তার দফতরও ঘেরাও হবে' - ২১ জুলাইয়ের ( 21 July ) মঞ্চ থেকে এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লির বুকে আন্দোলনের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এ রাজ্যেও বিজেপি নেতাদের ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
২১ শের মঞ্চ থেকে সরাসরি তিনি বলেন, ' আগামী ৫ অগাস্ট, শনিবার, শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বাড়ি থেকে ৮ ঘণ্টা, সকাল ১০টা থেকে সন্ধে ৬টা, শনিবার। বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন। কিন্তু বিজেপির নেতা যে আছে, সে বাড়িতে ঢুকবেও না, বেরোবেও না। গণঘেরাও, আর শান্তিপূর্ণভাবে। শান্তিপূর্ণভাবে, কোথাও কারও গায়ে হাত দেবেন না, কোনও প্ররোচনায় পা দেবেন না। '
যদিও, ওই মঞ্চেই ডায়মন্ড হারবারের সাংসদের ডাকা কর্মসূচিতে কিছুটা সংশোধন করেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠে অভিষেকের ঘোষণা করা কর্মসূচি বদলে দেন। তিনি বলেন, ' ৫ অগাস্ট অভিষেক একটা প্রোগ্রাম করেছে। আমি বলব ব্লক ওয়াইজ করতে। একশো মিটার দূরে করবে। যাতে ঢুকতে বেরতে অসুবিধা না হয়। যাতে বলতে না পারে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। বাংলাকে ভাতে মারা যাবে না। বাংলা অনেক শক্তিশালী মনে রাখবেন । '
এছাড়াও ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '৫ বার প্রথম হয়েছিলাম। গরীব মানুষের টাকা দেওয়া হয়নি। আর ২৫ কোটি টাকা দিয়ে গিফট দিচ্ছে। ১০০ কোটি টাকা দিয়ে গিফট দিচ্ছে আর সার্টিফিকেট কিনছে । আর ১০০ দিনের কাজ সবচেয়ে গরিব খেটে খাওয়া মানুষ, তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। '
এই কর্মসূচির বিরোধিতায় হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, দাায়িত্বশীল সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত।
আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করে, যদি অনেকে মিলে কারও বাড়ি ঘেরাও করে, তাহলে কি শুধু তিনিই প্রভাবিত হবেন? না কি সাধারণ মানুষ প্রভাবিত হবেন? প্রধান বিচারপতির মন্তব্য, এই কর্মসূচি হলে সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা থেকে যাচ্ছে।
আরও পড়ুন :
'ডবল ইঞ্জিন এরোপ্লেনের ব্যবস্থা করতে কেন্দ্রকে বলুন' বিজেপি বিধায়কদের বললেন মুখ্যমন্ত্রী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন