সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আগ্নেয়াস্ত্র সহ গাইঘাটা (Gaighata) থেকে গ্রেফতার ৮ ডাকাত। ধৃতদের মধ্যে দুই জন বিহারের বাসিন্দা, বাকিরা উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বিভিন্ন এলাকার বাসিন্দা। বিহারের (Bihar) দুজন কামারহাটি এলাকায় ভাড়া থাকত। গতকাল রাতে গাইঘাটা থানার সামনে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সময় তখন প্রায় মধ্যরাত। হঠাৎ পুলিশের নজরে আসে যে একটি চারচাকার গাড়ি পুলিশকে দেখে কিছুটা আগেই দাঁড়িয়ে পড়েছে। যা দেখে সন্দেহ বাড়ে পুলিশের। সেই গাড়ির কাছে গিয়ে পুলিশ যখনই দরজা খুলতে চায়, তখনই কয়েকজন গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে। এরপর সেই গাড়িটি সহ ধৃতদের থানা নিয়ে আসা হয়। গাড়িটি ও ধৃতদের তল্লাশি চালিয়ে গুলি ভর্তি দুটি আগ্নেয়াস্ত্র, বড় গ্রিল কাটার, সাবল, চাপর সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। বাজেপ্ত করা হয়েছে গাড়িটি।


গতকাল কাটোয়া থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র


কলকাতার (Kolkata) হরিদেবপুরে অটো (Auto Rickshaw) থেকে বোমা-আগ্নেয়াস্ত্র-কার্তুজ (Bomb-Arms-Bullets) উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। এবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ায় (Katwa) যাত্রীবোঝাই বাস থেকে উদ্ধার হল বিস্ফোরক। গোপন সূত্রে খবর পেয়ে বিস্ফোরক পাচারের ছক বানচাল করল রাজ্য পুলিশের এসটিএফ (STF of West Bengal Police) ও কাটোয়া থানার (Katwa Police Station) পুলিশ।


বাস থেকে উদ্ধার বিস্ফোরক


পুলিশ সূত্রে খবর, কাটোয়া-কালনা রুটের বাসে বিস্ফোরক পাচার করা হবে, গোপন সূত্রে এই খবর এসেছিল রাজ্য পুলিশের এসটিএফের কাছে। সঙ্গে সঙ্গে সতর্ক করা হয়ে কাটোয়া থানাকে। এরপরেই শুরু হয় তল্লাশি। পুলিশ সূত্রে দাবি, গড়াগাছা এলাকায় কাটোয়া থেকে কালনাগামী এক বাস থামিয়ে তল্লাশি চালাতেই এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় চার কেজি বিস্ফোরক।


আরো পড়ুন: ২১ মে'র আগে জিজ্ঞাসাবাদ নয়, সিবিআই হাজিরা নিয়ে এবার পাল্টা শর্ত অনুব্রতর