সৌভিক মজুমদার, সন্দীপ সমাদ্দার, কলকাতা ও পুরুলিয়া: গত পুরভোটে ঝালদার ১২টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ও তৃণমূল, দু'পক্ষই ৫টি করে আসনে জয়ী হয়। নির্দল প্রার্থীরা জয়ী হন ২টি আসনে। গত ৬ সেপ্টেম্বর, চেয়ারপার্সন-সহ ঝালদা পুরসভার ৩ কংগ্রেস ও ২ নির্দল কাউন্সিলরকে দলে টেনে কংগ্রেসের পুরবোর্ডই ফেলে দেয় তৃণমূল। তা নিয়ে উত্তাল হয় রাজ্য-রাজনীতি। আর সেই দলবদলের ফলে ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা কমে হয় ২। অন্যদিকে তৃণমূলের আসন সংখ্য়া ৫ থেকে বেড়ে হয় ১০।


বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন শিলা চট্টোপাধ্যায়-সহ কংগ্রেস ও নির্দল কাউন্সিলররা। তৃণমূল ঝালদা পুরসভা দখলের পরেও টানাপোড়েন কমেনি। চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কাউন্সিলরদের অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তোলেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ। তৃণমূল কাউন্সিলরদের একাংশের অভিযোগ ছিল, মাসের পর মাস সাধারণ সভা ডাকা হয়নি পুরসভার। পুরপ্রধান স্পেশাল মিটিং ডেকে সিদ্ধান্ত নিচ্ছিলেন। যদিও পুরপ্রধানের দাবি ছিল, তৃণমূল কাউন্সিলররা যে অভিযোগ জানিয়েছেন তা অনুচিত। দলীয় কাউন্সিলররা কোনও প্রশ্ন থাকলে দলের মধ্যেই করতে পারতেন বলে সেই সময় প্রতিক্রিয়া দিয়েছিলেন শীলা চট্টোপাধ্য়ায়।


ঝালদা পুরসভার চেয়ারপার্সনের অপসারণ চেয়ে জোড়া মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। একটি মামলা দায়ের করেন ৫ জন তৃণমূল (TMC) কাউন্সিলর। আরেকটি মামলা দায়ের করেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু সহ দুই কংগ্রেস কাউন্সিলর। শীলা চট্টোপাধ্যায় ৩০ নভেম্বর পর্যন্ত ঝালদা পুরসভার চেয়ারপার্সন পদে থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মেয়াদ ফুরোতেই এবার আস্থা ভোটের নির্দেশ দিলেন বিচারপতি।
পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো বলেন, 'এটা হওয়ারই ছিল। ৩০ নভেম্বর উনার মেয়াদ শেষ ছিল। কংগ্রেসের সমর্থন ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন। আমরা সংখ্যায় দু'জন। শীলা চট্টোপাধ্যায়কে সমর্থন তুলে নিচ্ছি। সেই মর্মে আপিল করেছিলাম।'


হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, 'হাইকোর্টের রায়কে স্বাগত। ৮ তারিখে আস্থা ভোটের জন্য নিজেদের মধ্যে আলোচনা বসব। যা সমস্যা হবে সমাধান করব।'


হাইকোর্টের পর্যবেক্ষণ, এই আস্থা পর্বের মধ্যে ঝালদা পুরসভা যেমন চলছে, তেমনই চলবে। 


আরও পড়ুন: SSKM-এ জ্যোতিপ্রিয় মল্লিক! কেবিনের বাইরে বসছে CCTV