সঞ্চয়ন মিত্র, কলকাতা: আগামীকাল থেকে ধীরে ধীরে ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশ-লাগোয়া জেলাগুলিতে ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Rain In Saraswati Puja 2024)  । দফতরের অধিকর্তা, গণেশকুমার দাস বললেন, '১৩-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে।' অর্থাৎ এবার ভিজতে হতে পারে সরস্বতী পুজোয় (Saraswati Puja 2024)। 


বিশদ...
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ কাটতে শীতের মেজাজে কিছুটা 'আশার' আলো দেখেছিলেন রাজ্যবাসী। অনেকে ভেবেছিলেন, এবার হয়তো, সামান্য হলেও ঠান্ডার আমেজ মিলবে সরস্বতী পুজোয়। সেই ভাবনায় জল ঢালতে পারে ঘূর্ণাবর্তের বৃষ্টি, অন্তত তেমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দফতরের অধিকর্তার কথায়, 'নির্দিষ্ট করে বললে, আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১৪ ফেব্রুয়ারি দুই বর্ধমান,পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বর্ষণের পূর্বাভাস। ১৫ ফেব্রুয়ারি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত যা ছবি, তাতে ১৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির পূর্বাভাস নেই।' তবে এই তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়েরও সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।  আর উত্তরবঙ্গ? গণেশকুমার দাস জানালেন, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে, ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি বৃষ্টি হতে পারে। ১৫ ফেব্রুয়ারি, এক্ষেত্রেও সর্বত্র হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনার কথা জানাচ্ছেন তিনি।


কলকাতা নিয়ে...
মহানগরের কথা বললে, আপাতত যা ছবি তাতে ১৪ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ১৫ ফেব্রুয়ারি,হালকা বর্ষণের পূর্বাভাস থাকছে, জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূমে। আগামী দুদিনে তাপমাত্রা গড়ে ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তার পর থেকে সে অর্থে কোনও বদল থাকবে না। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রা খুব একটা বদলাবে না। কুয়াশাও সে অর্থে নেই। এদিন এক ধাক্কায় তিন ডিগ্রি উঠে যায় পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। গত কাল মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ) ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সকাল সাড়ে আটটা নাগাদ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গত কাল সকাল সাড়ে ৮টা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি। তবে ছবিটা বদলাতে পারে ধীরে ধীরে। 


আরও পড়ুন:এখনও ধরাছোঁয়ার বাইরেই সন্দেশখালির আরেক 'ত্রাস', শিবু হাজরার প্রপার্টিতেই পুলিশের প্রহরা !