কলকাতা: ১০ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে উচ্চমাধ্যমিকের। সাড়ে ১১টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। ডব্লুডব্লুডব্লু ডট এবিপি আনন্দ ডট এবিপি লাইভ ডট ইনে সার্চ করলেই মিলবে ফল। পরীক্ষার ফল দেখা যাবে wbresults.nic.in, exametc.com, results.shiksha, indiaresults.com, jagranjosh.com, technoindiagroup.com, abpananda.abplive.in, news18bangla.com, abpeducation.com, aajkaal.in, bangle.hindustantimes.com, indiatoday.in/education-today-র মতো ওয়েবসাইটে।
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা
গত ২ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় রাজ্যে। ২৭ এপ্রিল ছিল শেষ পরীক্ষা। এ বারে পরীক্ষায় বসতে নাম নথিভুক্ত করেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় কঠোর পরীক্ষা বিধি প্রয়োগ করতে নিয়োগ করা হয় স্পেশাল অবজার্ভার, যাতে টোকাটুকি, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, পরীক্ষক নিগ্রহের মতো ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া যায়।
করোনার বাড়বাড়ন্তের জেরে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। এ বারে পরীক্ষা হলেও, নিজের স্কুল তথা হোম সেন্টারেই পরীক্ষা নেওয়া হয়। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
এ ছাড়াও, মোবাইল নিয়ে পরীক্ষাহলে ঢোকা, পেপার লিকের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অবজার্ভার নিয়েও এই প্রথম। পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যায় পড়লে, তার সমাধানের জন্য একটি হেল্পডেস্ক নম্বরও চালু করে সংসদ।
শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশ হল
এ দিকে, শুক্রবার সকালে রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় ফলপ্রকাশ হল। পরীক্ষা দিয়েছিল প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি, প্রায় ১ লক্ষ ২০ হাজারের বেশি। তবে পাশের হারে ছেলেদের থেকে পিছিয়ে রয়েছে মেয়েরা।
মাধ্যমিক পরীক্ষায় এ বছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পংয়ে ৯৪.৭১, পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২ এবং কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশের বেশি।
Education Loan Information:
Calculate Education Loan EMI