পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: চোলাই মদের (hooch) বিরুদ্ধে অভিযান (raid) চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল বাঁকুড়া (bankura) জেলা আবগারি দফতর (excise department)। আজ পুলিশকে নিয়ে ছাতনা থানার কেন্দবেদিয়া গ্রামে হানা দেন আবগারি দফতরের আধিকারিকরা। একের পর এক চোলাইয়ের ঠেকে অভিযান চালিয়ে মদ তৈরির উপকরণ ও বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট করে দেওয়া হয়। উদ্ধার বিপুল পরিমাণ চোলাই মদও।


নেপথ্যের প্রস্তুতি 


বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে চোলাইয়ের ঠেক যে রমরমিয় চলছে, সে ব্যাপারে গত বেশ কয়েক দিন ধরেই এমন অভিযোগ পাচ্ছিল আবগারি দফতর। সেই ঠেকগুলিতেই একের পর এক হানা দিতে শুরু করেন দফতরের আধিকারিকরা। বিশেষ সূত্রে খবর পেয়ে আজ কেন্দবেদিয়া গ্রামে অভিযান চালান তাঁরা। সঙ্গে ছিলেন ছাতনা থানার পুলিশ। সীমানাবর্তী এলাকা হওয়ায় সাহায্য নেওয়া হয় লাগোয়া পুরুলিয়া জেলা পুলিশেরও। গ্রামটির একের পর এক চোলাইয়ের ঠেকে হানা দিয়ে প্রায় ৯ হাজার ৬০০ লিটার মদ তৈরীর মূল উপকরণ, ফার্মান্টেড ওয়াশ-সহ ১২০ লিটার চোলাই মদ নষ্ট করে দেওয়া হয়। ১৫ টি চোলাই মদ তৈরীর যন্ত্র বাজেয়াপ্ত করা হয়। তবে এখানেই অভিযান থামছে না। জেলার সর্বত্র লাগাতার হানা চলবে বলে জানিয়েছেন আবগারি দফতরের আধিকারিকরা।


অভিযান চলছিলই 


বর্ধমানে মদকাণ্ডের পর গত ৯ জুলাই বাঁকুড়া ১ নম্বর ব্লকের আগোয়া গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদ উদ্ধার করেছিল আবগারি দফতর। ভেঙে দেওয়া হয়েছিল মদের ঠেক। বাজেয়াপ্ত করা হয়েছিল মদ তৈরির সরঞ্জাম। সে সময়ও প্রায় ৩০ লিটার চোলাই নষ্ট করা হয়। ওই দিনই পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকাতেও অভিযান চালায় আবগারি দফতর। ভোররাত থেকে বেলদা থানার পুলিশকে নিয়ে রাম সরিষা ও পাইখোলা গ্রামে অভিযান চালান আবগারি দফতরের আধিকারিকরা। মাটি খুঁড়ে উদ্ধার হয় ড্রামের মধ্যে লুকিয়ে রাখা চোলাই তৈরির সরঞ্জাম। ১২০ লিটার চোলাই নষ্ট করা হয়। সব মিলিয়ে জেলায় জেলায় তৎপরতা আবগারি দফতরের আধিকারিকদের। 


আরও পড়ুন:দু'বছর বিরতি, গুরুপূর্ণিমার পুণ্যতিথিতে ফের শুরু শ্রাবণী মেলা