সোমনাথ মিত্র, হুগলি:অতিমারীতে (pandemic) দু বছর বন্ধ থাকার পর এবার ফের শুরু শ্রাবণী মেলা (sraboni mela)। গুরুপূর্ণিমার (guru purnima)পুণ্যতিথিতেই মেলা শুরু। তবে অন্য বারের মতো এবারও মন্দিরের (temple)গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। বাইরে রাখা চোঙাতেই জল ঢালতে হবে তাঁদের। 


মেলার ছবি...


গুরুপূর্ণিমা উপলক্ষ্যে আজ সকাল থেকেই দূর দূরান্তের ভক্তরা মন্দির প্রাঙ্গণে এসে হাজির হয়েছেন। বৈদ্যবাটি তারকেশ্বর রোডে বাঁক কাঁধে পুণ্যার্থীদের চেনা ছবিও ফের ধরা পড়েছে আজ। দুবছর পর শ্রাবণী মেলায় সামিল হতে পারে বিহ্বল পুণ্য়ার্থীরা।


প্রশাসনিক প্রস্তুতি


বিশাল এই জনসমাবেশে যাতে বিন্দুমাত্র সমস্যা না হয়, সে দিকে কড়া লক্ষ্য রেখেছে প্রশাসন। রাস্তা এবং মন্দির চত্বরে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। দমকলের তরফেও একটি গাড়ি রয়েছে চত্বরে। তারকেশ্বর পুরসভার তরফে ১৪ জনের একটি বিশেষ দলও তৈরি করা হয়েছে বলে জানান চেয়ারম্যান। মন্দির চত্বরে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে যাতে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা যায়, সে দিকে নজর রাখতেই উদ্যোগ।
একই সঙ্গে মেলার জন্য যাতে এলাকায় অপরিচ্ছন্নতা না হয় সেটাও দেখবে প্রশাসন। তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু জানান,বিশেষভাবে প্লাস্টিক বর্জন করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণেও সতর্ক তারা। একসঙ্গে যাতে প্রচুর মানুষের জমায়েত না হয় সেটা নিশ্চিত করতে মন্দির যাওয়ার রাস্তায় বেশ কয়েকটি ব্যারিকেড বসানো হয়েছে। পুরসভা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা সেখানে হাজির থাকবেন বলেও খবর। 


প্রসঙ্গত গত বছরও করোনা সংক্রমণে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় লক্ষাধিক মানুষের জমায়েত এড়াতে তারকেশ্বরের শ্রাবণী মেলার উপর একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছিলেন তারকেশ্বর মন্দিরের মঠাধীশ দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। শ্রাবণী মেলা উপলক্ষ‍ে যে জলযাত্রা বা বাঁকযাত্রার আয়োজিত হয়, তা বন্ধ রাখার ঘোষণা করেন তিনি। তবে যথারীতি পুণ্যার্থীদের জন‍্য মন্দির খোলা ছিল।


আরও পড়ুন:সিবিআই চেয়ে ডিভিশন বেঞ্চে আনিসের পরিবার, আজ শুনানির সম্ভাবনা