মোহন দাস, হুগলি : হুগলির (Hooghly) গোঘাটের কামারপুকুরে পথ দুর্ঘটনা (Road Accident)। ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। পরে একটি মোটর বাইক ও ইঞ্জিন ভ্য়ানে ধাক্কা। দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ৪০ জন। তাঁদের মধ্য়ে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ভর্তি করা হয়েছে গোঘাট ও আরামবাগ হাসপাতালে (Arambag Hospital)।


প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুরের মেচেদা যাচ্ছিল বাসটি। কামারপুকুরে কঙ্কালি স্টোরের কাছে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এরপর রাস্তার ধারে থাকা একটি বাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ডাম্পারটি। ঘটনায় দুই বাইক আরোহী, ইঞ্জিন ভ্যান চালক সহ বাসে থাকা প্রায় ৪০ জন জখম হয়। বাসটি অত্য়ন্ত দ্রুত গতিতে চলছিল বলে দাবি যাত্রীদের। 


দুর্ঘটনার পর প্রথমে আহতদের উদ্ধার করে স্থানীয়রাই নিয়ে যান কামারপুকুর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকেই আশঙ্কাজনকভাবে আহতদের স্থানান্তরিত করা হয় গোঘাট ও আরামবাগ হাসপাতালে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সাতসকালে এমন ভয়াবহ ঘটনায় গোটা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।                                                      


আরও পড়ুন- বঙ্গে বর্ষা এল বলে, উত্তরবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি


কিছুদিন আগেই চার জেলায় ৫টি পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ গিয়েছিল এক দম্পতি-সহ ৭ জনের। এদের মধ্যে মুর্শিদাবাদের (Murshidabad) দুই জায়গায় ডাম্পারের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়েছিল। শক্তিগড়ে (Shaktighar) বেপরোয়া ট্রাক পিষে দিয়েছিল বাইক আরোহী দম্পতিকে। রাজ্যের একাধিক জায়গায় একইসঙ্গে দুর্ঘটনার জন্য যান শাসনে পর্যাপ্ত নজরদারির অভাবেই কি কারণ ? প্রশ্ন উঠেছিল।               


সেদিনই কোলাঘাটে বাসের চাকা ফেটে বিপত্তি ঘটেছিল। প্রথমে ডাম্পারের পিছনে ধাক্কা মারে বাসটি। তার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢুকে যায় একটি গ্যারেজে। তাতে মোট পাঁচটি গাড়ি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছিল। যে দুর্ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তবে প্রাণহানি এড়ানো গিয়েছিল কোনও রকমে।       


আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার