সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ত্রিশঙ্কু অবস্থায় থাকা হুগলির (Hooghly News) চাঁপদানি পুরসভায় (Champdani Municipal Corporation) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন করল তৃণমূল (TMC)। সেখানকার একমাত্র কংগ্রেস কাউন্সিলরের (Congress Councilor) দাবি,  তৃণমূলের তরফে অনুরোধ পেয়েছিলেন তিনি। তাই শাসকদলকে সমর্থনের সিদ্ধান্ত নেন। যদিও তৃণমূল সাফ জানিয়েছে, কংগ্রেসের সমর্থনের কোনও প্রয়োজনই নেই তাদের। নিজেদের বলেই বোর্ড গড়েছে তারা।


চাঁপদানি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দারোগা রাজভর। ফোনে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাকে চেয়ারম্যান সাহেব ডাকলেন, তিনি বললেন যে যেহেতু নির্দল প্রস্তাব করতে পারবে না তাই আপনি আমার নাম প্রস্তাব করে দিন।”


২২ ওয়ার্ডের চাঁপদানি পৌরসভায় এ বার তৃণমূল পেয়েছে ১১টি আসন (WB Municipal Elections 2022)। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ১০টি ওয়ার্ডে। কংগ্রেস মাত্র একটিতে জয়ী হয়েছি। অর্থাৎ কোনও দলই ম্যাজিক সংখ্যায় পৌঁছতে পারেনি। তবে শাসকদলই যে শেষমেশ বোর্ড গঠন করবে, সে ব্যাপারে একরকম নিশ্চিত ছিল সকলেই। শুধু কী কৌশলে বোর্ড গঠন করবে তারা, তা জানতে উদগ্রীব ছিলেন।


আরও পড়ুন: Mohammed Salim: সূর্যকান্ত জমানায় ইতি, নতুন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম


সেই অবস্থায় বৃহস্পতিবার বোর্ড গঠনের সময় দেখা যায়, ভোটাভুটি ছাড়াই পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃণমূলের সুরেশ মিশ্র। তাই কংগ্রেস কাউন্সিলর তৃণমূলকে সমর্থন করেছেন বলায় দুইয়ে দুইয়ে চার করতে অসুবিধা হয়নি কারও। তাতে সায় দিতে দেখা যায় সুরেশকেও। তিনি বলেন, “কংগ্রেসের তরফে চেয়ারম্যানের নাম প্রস্তাব করা হয়।  তৃণমূল তাতে সমর্থন জানায়।  দ্বিতীয় কোনও নাম না থাকায় আমি নির্বাচিত হয়েছি।”


কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে এরপরই ভিন্ন সুর শোনা যায় নবনির্বাচিত চেয়ারম্যানের গলায়। তিনি বলেন, “কেউ যদি নিজের স্বার্থে পিছন থেকে সমর্থন জানায়, সেটা দেখার কাজ আমার নয়।” তৃণমূলের হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি স্নেহাশিস চক্রবর্তী বলেন, “বিকল্প নাম না থাকায় সুরেশ মিশ্রই চেয়ারম্যান হয়েছেন, কংগ্রেসের সমর্থন আমাদের প্রয়োজন নেই, বিক্ষুব্ধ তৃণমূলদের কোনওভাবেই সমর্থন নেওয়া হবে না।” উল্লেখ্য, এ দিন হুগলি, চুঁচুড়া, উত্তরপাড়া-কোতরং এবং রিষড়া পৌরসভাতেও বোর্ড গঠন করেছে তৃণমূল।