সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়, হুগলি: চুঁচুড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নামে পোস্টার। পোস্টারে সম্পত্তি বৃদ্ধির উৎস নিয়ে আক্রমণ। গতকালই হুগলির একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তার পরদিনই এই পোস্টার। এনিয়ে লকেটের উদ্দেশ্য়ে আক্রমণ শানিয়েছেন অসিত। পাল্টা আক্রমণ করতে ছাড়েননি লকেটও।   


কী লেখা পোস্টারে:
'চুঁচুড়ার বিধায়ক-সহ তাঁর পরিবারের বেলাগাম সম্পত্তি বৃদ্ধির উৎস কী? চুঁচুড়ার বিধায়ক, জবাব চাই...', ওই পোস্টারেই এমন লেখা হয়েছে। হুগলির চুঁচুড়ার ঘড়ির মোড় এলাকায়, রবিবার সকালে দেখা যায় এমনই একাধিক পোস্টার। পোস্টারের নীচে লেখা রয়েছে চুঁচুড়া বিধানসভার জনগণ।


পোস্টারে সরাসরি আক্রমণ করা হয়েছে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এরই মধ্যে, শুক্রবার গ্রেফতার হন বলাগড়ের আরেক যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়। হুগলি জুড়ে শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ED। এই প্রেক্ষাপটে, শনিবারই জেলার তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তোলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়। 


নিয়োগ দুর্নীতিতে জড়িত হুগলির একাধিক তৃণমূল বিধায়ক। আর এরপরের দিনই দেখা গেল এই পোস্টার। যা নিয়ে তুঙ্গে তরজা। বিজেপি সাংসদকে সরাসরি আক্রমণ শানিয়েছেন তৃণমূল বিধায়ক। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, 'চোরের মতো কে কোথায় কী পোস্টার লাগাল তার উত্তর জনগণ দেবে। পোস্টারের নায়ক যাঁরা, সেই লকেটকে রিসাইন করতে বলুন। বাপের বেটি হলে আবার ভোটে দাঁড়াক। চুঁচুড়ার মানুষ বুঝিয়ে দেবে।'
 
পাল্টা মানহানির মামলা করার হুঁশিয়ারি লকেট চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, 'আমি তো অনেকের কথা বলেছি। ওঁর কেন এত গায়ে লাগছে? মানহানির মামলা করা উচিত। মামলা করব। গাড়িটা যত এগিয়ে আসছে, মাথা খারাপ হয়ে গেছে।' সব মিলিয়ে পোস্টার নিয়ে তুঙ্গে তরজা।


বিস্ফোরক বিধায়ক:
প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে আত্মীয়-পরিজনের নাম আবাস-তালিকায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা । তার জন্য ১০ থেকে ৪০ হাজার কাটমানিও নিয়েছেন তাঁরা। দলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। বিধায়কই কাটমানি নেন বলে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উস্তিতে। স্থানীয় সূত্রে খবর, শনিবার দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে উস্তিতে যান গিয়াসউদ্দিন মোল্লা। সেখেনে গিয়ে দলের পঞ্চায়েত সদস্যদেরর বিরুদ্ধে তোপ দাগেন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক। তাঁর অভিযোগ,  প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে আত্মীয়-পরিজনের নাম আবাস-তালিকায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। এর জন্য কাটমানিও নিয়েছেন তাঁরা। ভাইরাল হয়, তৃণমূল বিধায়কের বক্তব্যের ভিডিও। 


আরও পড়ুন: অ্যাডিনো-মোকাবিলায় আজ ভার্চুয়াল বৈঠক রাজ্য সরকারের টাস্ক ফোর্সের