সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: নির্মীয়মান আবাসন থেকে টোটো চালকের দেহ উদ্ধার। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে চুঁচুড়ায় (Chinsurah News)। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। আপাতত অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 


নির্মীয়মান বাড়ির তলায় যুবকের দেহ উদ্ধার


হুগলি (Hooghly News) জেলার চুঁচুড়ার খাগড়াজোলের ঘটনা। সেখানকার মিয়ারবেড়ে এলাকায় একটি নির্মীয়মান আবাসন থেকে দেহটি উদ্ধার হয়। মৃত যুবককে ৩৩ বছর বয়সি রাজীব সেনগুপ্ত বলে শনাক্ত করা গিয়েছে। পেশায় টোটোচালক তিনি। 


পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাড়ি ফেরেননি রাজীব। মঙ্গলবার সকালে নির্মীয়মান আবাসনের তলায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীরা। সেই সময় গলায় দরি পরানো ছিল তাঁর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠানো হয় ইমামবাড়া জেলা হাসপাতালে। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে ঘটনাস্থলের ছবি তোলেন তদন্তকারীরা। 


আরও পড়ুন: SSC: গ্রুপ ডি কর্মী নিয়োগে শিক্ষামন্ত্রীকে নাম সুপারিশ করেছিলাম, মানলেন ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক


রাজীব আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তের পর দাবি পুলিশের।  আপাতত অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পর রাজীবের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে অনুমান পুলিশের।


মৃতের ভাই ছোটু জানিয়েছেন, তাঁর দাদা গত চার বছর ধরে টোটো চালাতেন, একটি মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তাঁর। সম্প্রতি সেই সম্পর্কে চিড় ধরে। তাতেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন রাজীব। সারা ক্ষণ মনমরা হয়ে থাকতেন। নেশাও করতেন প্রচুর। যদিও বাড়ির কেউ বিষয়টি জানতেন না বলে দাবি ছোটুর। 


প্রেমঘটিত সম্পর্কের জেরে আত্মঘাতী!


পুলিশও জানিয়েছে, মৃৃত যুবক অবসাদগ্রস্ত ছিলেন। অবসাদের পিছনে কারণ হতে পারে প্রেমের সম্পর্ক।  এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিয়ারবেড়ের আবাসনটি অর্ধেক তৈরি হয়ে পড়ে রয়েছে। সন্ধে নামতেই অসামাজিক কাজকর্ম চলে। আড্ডা জমায় নেশাখোররা।