সৌরভ বন্দ্যোপাধ্যায়, বলাগড়: বর্ষা সেভাবে শুরু হওয়ার আগেই রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গি (dengue) রোগীর সংখ্যা। ইতিমধ্যেই হুগলি জেলার (Hooghly District) বলাগড় (Balagarh) ব্লকে ৩২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে সরকারিভাবে স্বীকার করা হয়েছে। এই পরিস্থিতির মোকাবিলার জন্য ইতিমধ্যেই তৎপর হয়ে পড়েছেন হুগলি জেলার স্বাস্থ্য আধিকারিকরা। বলাগড়ে স্পেশাল স্ক্রিনিং করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জ্বরের বিষয়ে খোঁজ নিচ্ছেন খোদ হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর।


আরও পড়ুন: Kolkata Doctors News: ভুয়ো আঙুল-ছাপে হাজিরা-জালিয়াতি? শিক্ষক-চিকিৎসকদের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ


স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে বলাগড় ব্লকে ৩২ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। তার মধ্যে গুপ্তিপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতেই রয়েছে ২৪ জন। যার মধ্যে শুধুমাত্র সারদা নগর গ্রামেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে ২১ জন। এর জন্য শনিবার ওই গ্রামে স্পেশাল স্ক্রিনিং ক্যাম্প হয়। চিকিৎসকরা ওই ক্যাম্পে গিয়ে সেখানকার বাসিন্দাদের পরীক্ষা করেন।



হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর ছাড়াও বলাগড়ের পরিস্থিতি পরিদর্শনে ছিলেন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমেন দত্ত, বলাগড়ের বিএমওএইচ জয়দীপ বড়ুয়া, গুপ্তিপাড়া এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ, বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি সহ অন্যরা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি রক্ত পরীক্ষা করানোর কথা বলেন স্বাস্থ্য কর্তারা।


আরও পড়ুন: Kolkata Bus News: আগামী মাস থেকে কলকাতার রাস্তায় নামবে না হাজার দুয়েক বাস, বড়সড় যান-সঙ্কটের আশঙ্কা?


জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজে গ্রামবাসীদের বাড়ি গিয়ে কারও ডেঙ্গির উপসর্গ আছে কিনা সেসম্পর্কে খোঁজ নেন। নিজেদের এলাকা আবর্জনামুক্ত রাখার জন্য ও কোথাও জল জমতে না দেওয়ার জন্য গ্রামবাসীদের অনুরোধ করেন। 


প্রসঙ্গত উল্লেখ্য, এবছর এখনও পর্যন্ত হুগলি জেলায় ১৯০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রত্যেকটা ব্লক মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালে ডেঙ্গি পরীক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে। আক্রান্তদের শনাক্ত করার জন্য প্রতিদিনই রক্ত পরীক্ষা করা হচ্ছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Darjeeling News: প্রবল বৃষ্টিতে ফের ফুঁসছে তিস্তা, সেতুর উপরে জল, বিচ্ছিন্ন দার্জিলিং-কালিম্পং