সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি : কথায় থাকলে পয়সা থাকলে কি না হয় !  ধুমধাম করে পোষ্যের জন্মদিন থেকে পুতুলের বিয়ে দেওয়া , এমন অনেক ঘটনাই দেখা যায়। সাধ করে বাড়ির আদরের কুকুর বা মেনির বিয়ে-থা দেওয়ার দৃষ্টান্ত রয়েছে। কিন্তু পাঁঠার জন্মদিন পালন ? ঠিকই পড়ছেন। পাঁঠার বার্থ-ডে পার্ট। রীতিমতো কেক কেটে, ঢালাও ভোজ খাইয়ে পালন করা হল পাঁঠার জন্মদিন। না ঘরোয়া জন্মদিন পালন নয়, এক্কেবারে শ দেড়েক অতিথি ডেকে পালন হল প্রিয় পাঁঠার জন্মদিন। কাটা হল কেক, বিন্দু বিসর্গ কার্পণ্য না করে পাত পেড়ে খাওয়ানোও হল।  মেনুতে ছিল , ফ্রায়েড রাইস, ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। 


আরও পড়ুন : শিল্পীদের বয়কট-বিতর্কে অভিষেকের মন্তব্যকেই 'চ্যালেঞ্জ' কুণালের, পাশে দাঁড়ালেন কল্যাণ


চুঁচুড়ার বুনোকালীতলার বালিপুকুরে এলাহি খাইয়ে দাইয়ে পোষ্য পাঁঠার জন্মদিন পালন করা হল। এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, গত বছর ২ জানুয়ারি  শীতের রাতে বলি প্রদত্ত একটি পাঁঠা পালিয়ে আসে তাঁর বন্ধু বাবলু ওঁরাওয়ের বাড়িতে। সেই পাঁঠাটিরই  এক বছর উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হল।


বাবলু নিঃসন্তান। মাছ ধরার কাজ করেন । রোজকার সংসার চলে।  স্বামী-স্ত্রীর ছোট্ট সংসারে খুশি বয়ে এনেছে পাঁঠাটি।  তাকেই সন্তান স্নেহে তাঁরা পালন করছেন তাঁরা । নাম দিয়েছেন রাজা।  তাকে নিয়েই সুখী পরিবার ৷


ওই পোষ্যকে যত্ন করেন সঞ্জীব ঘোষ, রতন পাশোয়ান সহ অন্যান্য বন্ধুরাও ।  অনেকেই তো কুকুর, বিড়াল, পোষার শখ। তাদের জন্মদিনও পালন করা হয়।  তাই তাঁরা  ঠিক করেন, বাবলুর পোষ্য পাঁঠা 'রাজা' যে দিন পালিয়ে এসেছিল, সেদিনটাই  তার জন্মদিন হিসাবে পালন করা হবে। সেই উপলক্ষ্যে নতুন বছরে একটু আনন্দ করে খাওয়া দাওয়াও করা যাবে। সেই মত হয় সব আয়োজন। বেলুন আলো দিয়ে সাজানো হয়। পাঁঠাকে নতুন পোশাক পরানো হয়। কেক কেটে হয় জন্মদিন পালন।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।