সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: মাহেশের (Mahesh) জগন্নাথ মন্দিরে ২ হাজার কণ্ঠে গীতাপাঠের আয়োজন। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, আমন্ত্রিতদের তালিকায় শুধু শাসক দলের নেতারা। বিরোধী দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। পাল্টা মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, রাজনীতির কিছু নেই, অনুষ্ঠানে সবাইকে স্বাগত। 


গীতাপাঠের আয়োজন: ব্রিগেডে লক্ষকণ্ঠে গীতাপাঠের আগে আজ মাহেশে ২ হাজার কণ্ঠে গীতাপাঠের আয়োজন করল জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। অনুষ্ঠানের উদ্বোধন করবেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রাজ্যের মন্ত্রী, সাংসদ-বিধায়করা। আমন্ত্রণ জানানো হয়েছে হাইকোর্টের বিচারপতি, আইপিএস আইএএস আধিকারিকদেরও। থাকবেন বিভিন্ন মঠের সাধুসন্তরা। গীতাপাঠের অনুষ্ঠানে আমন্ত্রণ ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা তৃণমূলের জবাব, 'বিজেপি সবেতেই রাজনীতি খোঁজে।' মন্দির কর্তৃপক্ষের দাবি, অনুষ্ঠানে সবাইকে স্বাগত।


গীতা জয়ন্তী উপলক্ষে, ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছে একাধিক সংগঠন। বঙ্গ বিজেপি সূত্রে খবর, ওই অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য  দিল্লি গিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছে অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংসকৃত সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম সহ একাধিক সংগঠন। গীতা জয়ন্তী উপলক্ষে, গত বছর মায়াপুরের ইস্কনে ৫ হাজার মানুষকে নিয়ে গীতাপাঠের অনুষ্ঠান হয়েছিল। লোকসভা ভোটের আগে এবার সেই অনুষ্ঠানই হচ্ছে ব্রিগেডে। অনেক বড় আকারে। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ঘিরে শুরু হয়েছে রাজনীতি। যদিও উদ্যোক্তাদের দাবি, এর মধ্যে রাজনীতির কিছু নেই। ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সব বিধায়ককে আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন তাঁরা। আয়োজক সংগঠনের তরফে জানানো হয়েছে, ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে ২০টি ব্লকের এক একটিতে ৫ হাজার জন করে বসানো হবে। মূল মঞ্চ হবে ৩টি। একটি মঞ্চে থাকবেন ধর্মগুরু শঙ্করাচার্য। আরেকটি মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী। আরেকটি মঞ্চে থাকবেন গীতা পাঠ করানোর দায়িত্বে থাকা সাধুসন্তরা। পাঠের জন্য গীতার ৫টি অধ্যায়কে বেছে নেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Kolkata News: মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য, খোঁজ নেই মৃতার স্বামীর