আবির দত্ত, কলকাতা: খাস কলকাতায় (Kolkata) মহিলার দেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। দক্ষিণ বন্দর থানা এলাকায় ডক ইস্ট ইয়ার্ডে মিলল মহিলার দেহ। এদিন সকালে ঘর থেকে দেহ উদ্ধার করা হয়।


দেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য: ছুটির সকালে দেহ উদ্ধার ঘিরে আতঙ্ক দক্ষিণ বন্দর থানা এলাকায়। প্রতিদিন সকালে জল নিতে যান ওই মহিলা। কিন্তু আজকে যাননি। এরপরই এলাকার বাসিন্দারা দরজা খোলা অবস্থায় দেখতে পান। বিছানায় শোয়ানো অবস্থায় ছিল মৃতদেহ। কম্বল চাপা দেওয়া ছিল। মিলছিল না মোবাইল ফোনও। ঘটনার পর খোঁজ নেই মৃতার স্বামীর। স্থানীয় বাসিন্দাদের দাবি, 'স্বামী-স্ত্রীর মধ্যেই প্রায়শই অশান্তি হত।' মৃতার দাদার অভিযোগ, খুন করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। 


চলতি সপ্তাহেই শিলিগুড়িতে তিস্তা ক্যানালে মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, মৃত বছর তেত্রিশের নবীন সরকার পেশায় একজন উকিল। তাঁর বাড়ি শিলিগুড়ির হায়দার পাড়ায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, ভাসতে ভাসতে তিস্তা ক্যানাল ব্রিজের নিচে এসে যুবকের মৃতদেহটি আটকে গিয়েছিল। পুলিশ সূত্রে দাবি করা হয়, মৃতের পকেট থেকে একটি মোবাইল ফোন এবং তাঁর আধার কার্ড ও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। মৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছিল, কাজে যাওয়ার কথা বলে আগের দিন বাড়ি থেকে বেড়িয়েছিলেন। ওইদিন সন্ধে সাড়ে সাতটা থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায়। এরপর সারারাত ধরে খোঁজখবর চালালেও তাঁকে পাওয়া যায়নি।


দিনদুয়েক আগে সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। শুক্রবার সকালে উদ্ধার হয় স্থানীয় দক্ষিণ বারাসাত খাটসারা এলাকার বাসিন্দা জয়নগর থানার সিভিক ভলান্টিয়ার উজ্জ্বল হালদারের দেহ। সিভিক ভলান্টিয়ার হওয়ার পাশাপাশি অটোও চালাতেন বছর ৩৪-এর ওই যুবক। মৃতের স্ত্রীর দাবি করেন, শুক্রবার ভোরে অটো নিয়ে বের হন উজ্জ্বল। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা অচৈতন্য় অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: South Bengal Weather: অবাধ উত্তুরে হাওয়া সঙ্গে কুয়াশার দাপট, দক্ষিণবঙ্গে শীতের শুরু