সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: চন্দননগর (Chandannagar) স্ট্র্যান্ড রোডে বড়সড় ধস (Landslide) নামায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, চন্দননগর জোড়াঘাট অঞ্চল ও কানাইলালের মূর্তির সামনে এই ধস নামে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বুধবার দুপুরে একটি বালি বোঝাই লরি যায় ওই এলাকা দিয়ে। আর তারপর বেলা বাড়তেই ওই এলাকায় ধস নামে। ইতিমধ্যেই এই ঘটনায় চন্দননগর পুরনিগমের পক্ষ থেকে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে চন্দননগর জোড়াঘাট এলাকায় দিয়ে একটি বড় বালি বোঝাই লরি যায়। সেই সময়ই কানাইলালের মূর্তির সামনের রাস্তার উপর একটি ছোট গর্ত দেখা যায়। কিন্তু বেলা বাড়তেই সেই গর্ত বড় হয়ে আচমকা প্রায় পাঁচ ফুটের গর্ত হয়ে যায়। ব্যস্ত রাস্তার উপর ধস নামার ফলে বিপদের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, ধস নামার পরই পুলিশ গার্ড রেল দিয়ে ঘিরে দেয় রাস্তার একাংশ। যাতে ধস নামা অংশে কেউ যাতায়াত করতে গিয়ে বিপদে না পড়ে। ধস নামার পরই এলাকার বাসিন্দারা খবর দেন পুরসভায়। জানা যাচ্ছে, পুর নিগমের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি দেখে যান। পাশাপাশি, চন্দননগর পুর নিগমের পক্ষ থেকে দ্রুত রাস্তা সংস্কার করা হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছে। আপাতত ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন - Hooghly News: গাড়িতে হঠাৎ আগুন, লাফিয়ে নেমে প্রাণ বাঁচালেন যাত্রীরা
চন্দননগর স্ট্র্যান্ডে (Chandannagar Strand Road) ঘুরতে আসা তপন রায় নামে এক ব্যক্তি জানান যে, এমন ঘটনা এই প্রথমবার নয়। কিছুদিন আগেও এই এলাকায় রাস্তার উপর ধস নেমেছিল। রাস্তার উপর বিভিন্ন জায়গায় পিচ সরে গিয়ে বালির আস্তরন দেখা যাচ্ছে। প্রায় কুড়ি ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। রাস্তার নিচ দিয়ে হাইড্রেন গঙ্গায় গিয়ে মিশেছে। এখনই রাস্তা সংস্কার না করলে যেকোনও মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। ব্যস্ততম জায়গায় ধস নামায় বিপদের আশঙ্কায় রয়েছেন চন্দননগরের বাসিন্দারা।