সোমনাথ মিত্র, হুগলি: শুরু হয়েছে শ্রাবণ মাস। তারকেশ্বরে শ্রাবণী মেলাকে (Srabani Mela) কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা। ভিড় সামাল দিতে পূর্ব রেল অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারও তারকেশ্বর থেকে বর্ধমান ও তারকেশ্বর থেকে ধর্মতলা পর্যন্ত বিশেষ বাস পরিষেবা প্রদান করবে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত গোটা রাস্তায় নিরাপত্তার পাশপাশি পর্যাপ্ত আলো এবং স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা তারকেশ্বর এলাকায় সিসিটিভি নজরদারি থাকবে। তারকেশ্বর স্টেশনে কেউ হারিয়ে গেলে বা কিছু চুরি গেলে ১৯৩ ট্রোল ফ্রি নম্বরে ফোন করলে সুবিধা পাওয়া যাবে।


কড়া নিরাপত্তার ব্যবস্থা: প্রশাসনের তরফে এদিন তারকেশ্বরে এক উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও বেচারাম মান্না, হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, হুগলি জেলা পরিষদ সভাধিপতি রজ্ঞন ধারা, পুরসভার প্রতিনিধি, তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ, রেলের আধিকারিকরা সহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি। প্রতিনিধি দলের সবাই আজ তারকেশ্বর মন্দিরের আশেপাশের এলাকা ও তারকেশ্বর স্টেশন চত্বর পরিদর্শন করেন। তারপর  দুপুরে জেলাশাসক ,মন্ত্রীরা বৈদ্যবাটিতে গঙ্গার ঘাট পরিদর্শন করে নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন। ভক্তদের কথা মাথায় রেখে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন সকলে।   


রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, তারকেশ্বর থেকে ধর্মতলা ও তারকেশ্বর এবং তারকেশ্বর থেকে বর্ধমান পর্যন্ত এবারে নতুন বাস পরিষেবা দেওয়া হবে শ্রাবণী মেলা উপলক্ষে। রাজ্যের কৃষিজ বিপনন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গঙ্গাসাগর মেলার মতো সমস্ত পরিষেবা শ্রাবণী মেলায় পৌঁছে দেওয়া হবে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর অবধি রাস্তায় নিরাপত্তার পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখার উপরও জোর দেওয়া হয়েছে। রেল পুলিশের এক আধিকারিক জানান, "ইতিমধ্যে একাধিক ট্রেন পরিষেবা বাড়ানো হয়েছে। যাত্রী সুবিধার্থে নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে। গত বছর মেলা চলাকালীন তারকেশ্বর ও শেওড়াফুলিতে ৬জনের মৃত্যু হয়েছিল। তাই ভক্তদের অনুরোধ করব, তাঁরা লাইন পারাপারের সময় যেন ডানদিক, বাঁদিক দেখে পারাপার করেন। কেউ হারিয়ে গেলে বা কিছু চুরি গেলে ১৯৩ টোল ফ্রি নম্বরে ফোন করলে সুবিধা পাওয়া যাবে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Malda News: 'বাংলার কোথাও লোডশেডিং হয়না' মানিকচকের ঘটনায় দাবি বিদ্যুৎমন্ত্রীর