সোমনাথ মিত্র, হুগলি: শ্রাবণ মাসের শুরুতেই তারকেশ্বরে থিকথিকে ভিড়। শিব দর্শনের আশায় দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা (Srabani Mela)। শ্রাবণ মাস পড়তেই ইতিমধ্যে ভক্তদের গর্ভগৃহে প্রবেশ বন্ধ হয়েছে। বাইরে লাগানো গোঙাতেই জল ঢালছেন ভক্তরা।
তারকেশ্বরে থিকথিকে ভিড়: শ্রাবণ মাস পরতেই শুরু হয়েছে শ্রাবণী মেলা। তবে তিথি অনুযায়ী মেলা শুরু গুরুপূর্ণিমা থেকে। শেষ হবে রাখী পূর্ণিমায়। তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় উপচে পড়বে গোটা মাস জুড়ে। ইতিমধ্যেই ভক্ত সমাগম শুরু হয়েছে মন্দিরে। প্রত্যেক বছরের ন্যায় এবারেও পয়লা শ্রাবণ থেকে ভক্তদের গর্ভগৃহে প্রবেশ বন্ধ হয়েছে। বাইরে লাগানো হয়ে চোঙা। সেই চোঙাতেই জল ঢালছেন ভক্তরা।
তারকেশ্বর মন্দির পুরোহিত মণ্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী বলেন, তিথি অনুযায়ী গুরু পূর্ণিমা থেকে শ্রাবণী মেলা শুরু হয়। কিন্তু শ্রাবণ মাস পড়তেই মেলা শুরু হয়ে গেছে। ১ তারিখ থেকেই গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ। এই সময়ে বাইরে রাখা গোঙাতেই জল ,ফুল ,বেলপাতা ঢেলে শ্রদ্ধা অর্পণ করছেন ভক্তরা। নিয়ম অনুযায়ী প্রতিদিন, ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। তবে চোঙাতে ২৪ ঘণ্টাই জল ঢালতে পারবেন ভক্তরা।
শ্রাবণী মেলা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা তারকেশ্বরে। প্রশাসন সূত্রে খবর, শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত গোটা রাস্তায় নিরাপত্তা ব্যবস্থার উন্নতির লক্ষ্য নেওয়া হয়েছে। পর্যাপ্ত আলো এবং স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। তারকেশ্বরে সিসি ক্যামেরায় চলবে নজরদারি। তারকেশ্বর স্টেশনে কেউ হারিয়ে গেলে বা কিছু চুরি গেলে তার জন্য থাকছে টোল ফ্রি নম্বরের বন্দোবস্তও। ১৯৩ ট্রোল ফ্রি নম্বরে ফোন করলে সুবিধা পাওয়া যাবে। শুধু তাই নয়, যাতায়াতের সুবিধার জন্য বিশেষ লোকাল ট্রেনের বন্দোবস্ত করেছে পূর্ব রেল। পরিবহন দফতরের তরফে বাসের ব্যবস্থাও করা হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর থেকে ধর্মতলা ও তারকেশ্বর এবং তারকেশ্বর থেকে বর্ধমান পর্যন্ত এবারে নতুন বাস পরিষেবা দেওয়া হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Malda News: 'বাংলার কোথাও লোডশেডিং হয়না' মানিকচকের ঘটনায় দাবি বিদ্যুৎমন্ত্রীর