কলকাতা
: 'আমার সঙ্গে লড়াই করে পারছে না, তাই স্ত্রী-সন্তানকে টানছে', রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) দুবাই-সফরআটকানোর পর কড়া প্রতিক্রিয়া স্বামী তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ (TMC MP) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বললেন, 'গত ১২ মাস ইডি, রুজিরাকে কোনও তলব করেনি। যখন থেকে নবজোয়ার যাত্রা শুরু হয়েছে, তখন থেকে বিঘ্নিত করার চেষ্টা করছে। ২ বছরের ছেলে, ৯ বছরের মেয়েকেও আটকানো হয়েছে।' তাঁর প্রশ্ন, 'ওদের দোষ কি? ওরা আমার সন্তান?'


কড়া অভিষেক...
এদিন অভিষেক-পত্নী রুজিরাকে বিমানবন্দরেই আটকানো হয়। গোটা পর্ব নিয়ে অভিষেকের প্রশ্ন, 'এত দিন ধরে কীসের তদন্ত, পারলে গ্রেফতার করুন। প্রমাণ থাকলে তা জনসমক্ষে আনুন।' এদিন বিরোধী দলনেতা যে অভিযোগ এনেছেন, তা নিয়েও পাল্টা দেন তৃণমূল সাংসদ। বলেন, 'আমার স্ত্রী সোনা পাচার করার সময় ধরা পড়েছে বলছেন। বিমানবন্দরে ৫০০ সিসি ক্যামেরা আছে। ২ গ্রাম সোনা পাচার করেছে, প্রমাণ করুন।' তাঁর দাবি, বিমানবন্দর এখন আর পুলিশ নয়, সিআইএসএফের অধীন। ফলে কেন্দ্রের বিজেপি সরকার চাইলেই যে এই প্রমাণ জোগাড় করতে পারেন, সে ইঙ্গিত স্পষ্ট তাঁর কথায়। অভিষেকের দাবি, রাজনৈতিক ভাবে তাঁকে আটকাতে না পেরেই ইডি-সিবিআইয়ের উপর ভরসা করছে কেন্দ্র। তাঁর কথায়, 'বিজেপির ক্ষমতা নেই আটকানোর, ইডি-সিবিআইয়ের ভরসায় আছে।' তবে স্ত্রী-সন্তানকে গ্রেফতার করে নেওয়া হলেও যে তিনি মাথা নত করবেন না, সেটি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন তিনি। একই সঙ্গে তীক্ষ্ণ সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারীরও। 


প্রেক্ষাপট...
এদিন দুবাই যাওয়ার পথে আটকানো হয় ডায়মন্ড হারবারের সাংসদের স্ত্রীকে। শুধু তাই নয়। বিমানবন্দরেই তাঁকে নোটিস ধরায় ইডি। সকাল ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছেছিলেন রুজিরা। একটি মামলায়  লুক আউট সার্কুলার থাকার কারণ দেখিয়ে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে রুজিরাকে, এমনই খবর। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বিমানবন্দর থেকে বেরিয়ে যান রুজিরা। বিদেশ যাওয়ার আগে চিঠি দিয়ে জানাতে হবে ইডিকে, শর্ত দিয়েছিল সুপ্রিম কোর্ট। রুজিরার পরিবার সূত্রে খবর, ইডিকে চিঠি দিয়েই বিদেশযাত্রার কথা জানানো হয়। গোটা ঘটনার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানা গিয়েছে। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য় মত, করমণ্ডল দুর্ঘটনা থেকে নজর ঘোরাতেই এই তলবের চক্রান্ত।

আরও পড়ুন:কোথা থেকে শুরু বিশ্ব পরিবেশ দিবস উদযাপন? কেনই বা গুরুত্বপূর্ণ এই দিন?