সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দলের এক জনের রক্ত (blood) ঝরলে অন্য পক্ষে ১০ জনের রক্ত ঝরবে। দলীয় কর্মিসভায় দাঁড়িয়ে হুঙ্কার (threat) বিজেপির (bjp) সাধারণ সম্পাদক (general sectretary) সুরেশ সাউয়ের (suresh shaw)। সেই মন্তব্যের ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য় রাজনীতি। তৃণমূলের (tmc) পাল্টা, পশ্চিমবঙ্গে রক্ত ঝরিয়ে কারও পতাকা তোলা যায় না।
কী করেছেন সুরেশ?
অভিযোগ, গত কাল সন্ধেয় হুগলির সত্যগ্রাম বিধানসভার আকনা পঞ্চায়েত এলাকায় আয়োজিত বিজেপির কর্মিসভাতেই এই মন্তব্য করেছেন সুরেশ। পঞ্চায়েত দখলের বার্তা দিতে গিয়ে তিনি বলেন, 'নিজেদের এমন ভাবে তৈরি করতে হবে। দরকার পড়লে রক্ত ঝরবে। আমাদের এক জনেরও রক্ত ঝরলে ওঁদের দশ জনের রক্ত ঝরবে...জমি এক ইঞ্চি ছাড়া হবে না।'
পাল্টা তৃণমূলের
বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য সামনে আসতেই সমালোচনার ঝড় তৃণমূল শিবিরে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, 'বিজেপির কাছে সংবিধান, আইনশৃঙ্খলার কোনও মূল্য নেই। বিজেপির দুনম্বর, তিন নম্বর, চার নম্বর নেতারা যে বক্তব্য রাখছেন তা ভয়ঙ্কর ব্যাপার। বলছেন রক্তগঙ্গা বয়ে যাবে।... ওঁদের কাছে গণতন্ত্রের কোনও মূল্য আছে? সারা রাজ্যে বিধায়ক কিনছে, সাংসদ কিনছে, সরকার পাল্টে দিচ্ছে। বাংলায় এসব করা যায় না জোর করে। জোর করে করতে গেলে মানুষ তার জবাব দেবে।' বিধায়কের দাবি, তিনি ওই ভিডিও ক্লিপ প্রশাসনের কাছে পাঠাবেন যাতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সঙ্গে সংযোজন, 'কুকুর-ছাগলরা কী বলল তাতে তৃণমূলের কিছু এসে যায় না।'
উল্লেখ্য, এই হুমকির অভিযোগ নতুন নয়। দিনপাঁচেক আগেই পঞ্চায়েত ভোটে রক্তের বদলে রক্ত ঝরার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন গাইঘাটার বিজেপি নেতা দেবদাস মন্ডল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে আয়োজিত রক্তদান শিবির উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে জোড়াফুল শিবিরকে একাদিক ইস্যুতে আক্রমণ করেন দেবদাস। তখনই ওই মন্তব্য।
আরও পড়ুন:গভীর রাত থেকে নিরাপত্তাবাহিনী-জঙ্গি সংঘর্ষ কাশ্মীরের রেবানে