সৌরভ বন্দ্যোপাধ্যায়, হাওড়া: রেললাইনে ফাটল,শেওড়াফুলিতে ট্রেন চলাচলে বিপত্তি নতুন বছরের প্রথম দিনেই (Disrupting Local Train Service on New year)। সকাল সাড়ে সাতটা নাগাদ শেওড়াফুলি ছাতুগঞ্চ ময়লাপোতা সংলগ্ন ছয় নম্বর লাইনে পেট্রোলিং এর সময় ফাটল দেখতে পান রেল কর্মীরা। এরপরেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ডাউন লাইনে শেওড়াফুলি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। রিভার্স লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চালু থাকে।মেন্টেনেন্স কর্মীরা কাজ শুরু করে।ফাটল ধরা রেলের পাত বদল করার কাজ শুরু হয়।


প্রসঙ্গত, গত বছরের শেষে হাওড়া স্টেশনে রেল ইয়ার্ডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। হাওড়া স্টেশনের ১৩, ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন ছাড়া যাচ্ছিল না। ওভারহেড তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছিল ওই দিন দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railway)।এর মধ্যে আমতা লোকাল, পাঁশকুড়া লোকাল এবং খড়গপুর লোকাল বাতিল করা হয়েছিল। ব্যস্ত সময়ে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় ব্যাপক যাত্রী বিক্ষোভ শুরু হয়েছিল সেদিন হাওড়া স্টেশনে (Howrah Station)। এরপর প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর হাওড়া স্টেশনের ১৩, ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে চালু ট্রেন চলাচল হয়েছিল।


 সম্প্রতি গড়িয়ায় (Garia) ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তির ঘটনা ঘটেছিল। শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় (South Section) বিঘ্নিত হয়েছিল ট্রেন চলাচল। বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়েছিল।  ওই সন্ধেয় সাড়ে ৭টা নাগাদ গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আপ লাইনে ওভারহেডের তার ছিঁড়ে গিয়েছিল।  আপ লাইনে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল সেদিন। ডাউন লাইনে দু-একটি ট্রেন চলছিল। শিয়ালদা তো বটেই দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে অপেক্ষারত ছিলেন যাত্রীরা। কেউ কেউ অপেক্ষা করছিলেন ট্রেনের মধ্যেই। সব মিলিয়েই ভয়াবহ ভোগান্তির শিকার হয়েছিলেন তাঁরা। দক্ষিণ শাখায় ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিংয়ের মতো একাধিক ট্রেনের রুট রয়েছে। সমস্ত শাখাতেই ট্রেন চলাচল বন্ধ ছিল ওই দিন। সেদিন একমাত্র দক্ষিণ শাখার শিয়ালদা- বজবজ রুটে স্বাভাবিক ছিল পরিষেবা। 


আরও পড়ুন, সৌমিত্র খাঁকে প্রার্থী 'না' করার দাবি, নিজের কেন্দ্রেই BJP সাংসদের বিরুদ্ধে পোস্টার!


অপরদিকে, গত ১৬ সেপ্টেম্বর অফিস টাইমে দমদমে (Dumdum) আচমকাই লাইনচ্যুত হয়ে গিয়েছিল একটি লোকাল ট্রেন (Local Train)। লাইনচ্যুত হয়ে গিয়েছিল ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকাল। দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকালের একটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছিল। প্রায় দিনভর দমদম-মাঝেরহাট (ভায়া কলকাতা স্টেশন) রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছিল। বেশ কয়েকঘণ্টা পর ট্রেন চললেও, বেশিরভাগ ট্রেনই ছিল সময়ের থেকে দেরিতে।  এই ঘটনার ফলে যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছিলেন।