সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সঙ্গে রিষড়া সেবাসদনকে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করল হুগলি জেলা প্রশাসন। এই বিষয়ে বৃহস্পতিবার শ্রীরামপুর মহকুমা শাসকের দফতরের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন বিধায়ক সুদীপ্ত রায়,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া,শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সুপার জয়ন্ত সরকার, মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী,রিষড়া পুরপ্রশাসক বিজয় মিশ্র ও শ্রীরামপুর পুর প্রশাসক গৌরমোহন দে।                                   


জানা গেছে প্রসূতি,শিশু ও সাধারণ ওয়ার্ড মিলিয়ে প্রায় দেড়শ শয্যার হাসপাতাল হিসেবে কাজ শুরু করবে সেবা সদন।এছাড়া বর্হিবিভাগ চালু করার বিষয়েও প্রস্তাব গৃহীত হয়েছে।মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী বলেন, শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সঙ্গে রিষড়া সেবাসদন কে সংযুক্ত করার বিষয়ে প্রশাসনিক বৈঠক হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে।কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে।               


আরও পড়ুন, খুশির খবর, বিধিনিষেধের মেয়াদ বাড়লেও পুজোর দিনগুলোতে ছাড় রাজ্যজুড়ে


বিধায়ক সুদীপ্ত রায় বলেন,আধুনিক চিকিৎসা পরিষেবা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত রিষড়া সেবা সদন দীর্ঘদিনের হাসপাতাল যা রিষড়া পুরসভা পরিচালনা করত। একসময় ইনডোর আউটডোর পরিষেবা চালু ছিল। খুব ভালো চিকিৎসা হত। কিন্তু বেশ কয়েক বছর ধরে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।করোনাকালে করোনা আক্রান্তদের জন্য কোয়ারেন্টাই সেন্টার করা হয়।বিধানসভা ভোটের সময় বিজেপি সেবা সদন নিয়ে আন্দোলন করে।           


আরও পড়ুন, বুথমুখী হলেন না ভোটাররা, ভবানীপুরে ভোট পড়ল প্রায় ৫৫ শতাংশ


রিষড়া সেবা সদন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সঙ্গে যুক্ত হলে পুনরায় পরিষেবা চালু হবে।সাধারন মানুষ চিকিৎসা পাবেন।শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল সুপার স্পেশালিটি করা হয়েছে।নার্সিং কলেজ করা হচ্ছে।এবার সেবা সদনকে যুক্ত করে পরিকাঠামো আরো বাড়ানোর চিন্তা ভাবনা করেছে প্রশাসন।