সৌরভ বন্দ্যোপাধ্যায়, ব্যান্ডেল : কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য লটারি । হুগলিতে (Hooghly) দলের জেলা কার্যালয়ে লটারি করলেন বিজেপি সাংসদ (BJP MP)। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরকারি স্কুলে ভর্তির জন্য বিজেপি কার্যালয়ে লটারি (Lottery) নিয়ে দলবাজির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল।


কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য লটারি-


কয়েক বছর আগে ব্যান্ডেল রেলস্টেশন সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি করা হয়েছে। এই স্কুলে ভর্তির জন্য সাংসদের কোটা রয়েছে দশটি। এজন্য শ'দেড়েক আবেদনপত্র জমা পড়ে  হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) কাছে। দেড়শো জনের মধ্যে দশ জনকে বেছে নেওয়া খুবই কঠিন। তাই লটারির সিদ্ধান্ত নেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লটারির মাধ্যমেই দশ জনকে সুযোগ দেওয়া হবে বলে ঠিক করেন তিনি।


আরও পড়ুন ; নয়ডার স্কুলে ২দিনে করোনা আক্রান্ত ২৩ ছাত্র, বাড়ছে উদ্বেগ


সেইমতো অভিভাবকরা আজ চুঁচুড়ায় (Chunchura) বিজেপির কার্যালয়ে উপস্থিত হন। অভিভাবকদের সামনেই লটারি করে দশ জনকে সুযোগ দেওয়া হয়। এনিয়ে বিজেপি সাংসদ বলেছেন, স্বচ্ছতা রাখতেই এই লটারি করার সিদ্ধান্ত। কারণ, দশ জনকে বেছে নেওয়া খুব কঠিন। আলাদা করে দশ জনকে সুযোগ দিলে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। সেটা যাতে না হয় তাই লটারি করা হয়েছে। 


তবে বিজেপি অফিসে এই লটারি হওয়ায় কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, কেন্দ্রীয় বিদ্যালয় তো সরকারি স্কুল। তার জন্য লটারি বিজেপি অফিসে হবে কেন ? এর থেকেই বোঝা যাচ্ছে, স্কুলে ভর্তির সু্যোগের ক্ষেত্রে দলবাজি করার জন্যই এটা করা হয়েছে। বিজেপি দল কোনও আইন কানুন মানে না। লকেট তো ওদেরই লোক। আম গাছে জাম হয় না, আমই হয়।


তবে এর পাল্টা জবাব দিতে ছাড়েননি বিজেপি সাংসদ। লকেট চট্টোপাধ্যায় বলেছেন, তাহলে কি তৃণমূল পার্টি অফিসে লটারি করব ?