সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: নিখোঁজ তরুণের রক্তাক্ত দেহ উদ্ধারের (Dead body Rescue) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হুগলির চাঁপদানির বাসিন্দা, ২২ বছরের রাজকুমার সাউ দশমীর রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, ওইদিন কয়েকজন বন্ধু তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারপর থেকে খোঁজ মিলছিল না। গতকাল রাস্তার ধারের একটি জলাশয় থেকে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, ওই যুবককে খুন করা হয়েছে। মৃতের দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (Police)।


বছরের শুরুতে, শহরের  ইস্টার্ন মেট্রোপলিটান  বাইপাসের ধারে জলাভূমিতে মহিলার দেহ উদ্ধার।  প্রগতি ময়দান থানা এলাকায় ওই মহিলার মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। ধাপার কাছে জলে ভাসা অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়েছে।  ময়নাতদন্তের জন্য পাঠানো হল মহিলার দেহ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রাস্তা থেকে কিছুটা দূরেই জলাশয়ে কচুচিপানার মধ্যে ওই মহিলার দেহ ভাসতে দেখা যায়। ওই মহিলার বয়স আনুমানিক ৩৮-৩৯ বছর।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ এসে এখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায়।  জলাশয়ে মহিলার মৃত দেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই চলে আসেন ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারপর দেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য পাঠায়।


আরও পড়ুন, হড়পা বানে প্রাণের ঝুঁকি নিয়ে ১০ জনকে বাঁচান তিনি, অভিজ্ঞতা শেয়ার মহম্মদ মানিকের


 সরশুনা থানার ল্যান্ডের  মাঠ এলাকায়  এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছিল। ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। তাঁর নাম জয়দেব শিল। বয়স আনুমানিক ৩৫। পরিবারের লোকজন নিখোঁজ হওয়ার পর থেকেই খোঁজাখুঁজি শুরু করেছিলেনষ ওই  ব্যক্তির কোমরে আঘাত ছিল ও হাত পা বাঁধা অবস্থায় ছিল।  দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই ব্যক্তির দেহ সরশুনা থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এলাকায় উত্তেজনা দেখা যায়। পরিবারের লোকজন এবং এলাকার লোকজনের বক্তব্য এই ব্যক্তিকে কেউ বা কারা খুন করে রাস্তার ধারে ফেলে রেখে গেছে । পরিবারের আরও অভিযোগ এই জয়দেবের সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্ক ছিল। তাঁদের অভিযোগ ওই  মহিলা এই ঘটনা ঘটিয়েছে। দেহ উদ্ধারের পরই  ঘটনাস্থল ঘিরে রেখেছে সরশুনা থানার পুলিশ। ঘটনাস্থলে ডিসি দক্ষিণ-পশ্চিম । এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, বলে জানিয়েছিল পুলিশ।


 


আরও পড়ুন, 'বিপর্যয়ের ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা হওয়া উচিত', 'মাননীয়া'-কে একাধিক প্রশ্ন শুভেন্দুর