কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, বীরভূম: অনুব্রত মণ্ডল ছাড়াই এবার বীরভূমে আরও ভাল ফল করেছে তৃণমূল। ২০১৯-এর চেয়েও বেশি মার্জিনে জয়ী হয়েছেন বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। এই প্রেক্ষাপটেই অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন বীরভূম থেকে তৃণমূলের ৪ বারের সাংসদ শতাব্দী রায়। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 


বীরভূম মানেই ভোটকে কেন্দ্র করে বারবার উঠেছে সন্ত্রাসের অভিযোগ


বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছেন,'জেতার সঙ্গে ভাল লাগছে এটা যে বীরভূমে যে বদনাম ছিল যে হয় না যে এই মারামারি এই  এই সবসময় বোমা নিয়ে এমন একটা পরিস্থিতি বীরভূম সম্পর্কে তৈরি হয়েছিল, সেটা থেকে বীরভূম এই নির্বাচনে মুক্ত হয়েছে। সেটা খুব ভাল পরিচয়।' অতীতে বীরভূম মানেই ভোটকে কেন্দ্র করে বারবার উঠেছে সন্ত্রাসের অভিযোগ। বারবার বিরোধীদের মুখে উঠে এসেছে একটাই নাম, অনুব্রত মণ্ডল। কিন্তু এবার তাঁকে ছাড়াই লোকসভা ভোট হয়েছে বীরভূমে।


'অনুব্রত মণ্ডল ছাড়াই এবার বীরভূমে আরও ভাল ফল করেছে তৃণমূল '


কিন্তু, তিহাড় বন্দি অনুব্রত মণ্ডলের অবর্তমানে জেলার ২টি আসনই ধরে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল। রাঙামাটির জেলায় ফের উঠেছে সবুজ ঝড়। শুধু তাই নয়, বীরভূম ও বোলপুর জোড়া লোকসভা কেন্দ্রেই ২০১৯-এর চেয়েও বেশি মার্জিনে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। অর্থাৎ অনুব্রত মণ্ডল ছাড়াই বীরভূমে তৃণমূলের ফল আরও ভাল হয়েছে। এই প্রেক্ষাপটেই অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন বীরভূম থেকে তৃণমূলের ৪ বারের সাংসদ শতাব্দী রায়।


ঘুরিয়ে জেলবন্দি অনুব্রত মণ্ডলকে বার্তা শতাব্দীর?


বোমা-গুলি এগুলো কারা করত, এ তো তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ উঠত। অনুব্রত মণ্ডলই ছিলেন জেলা সভাপতি। সশরীরে ছিলেন। এবিপি আনন্দের প্রশ্নে শতাব্দী রায় বলেন,'হ্যাঁ, সেটা তো এবার হল না। সেই মানুষগুলোই তো ভোট করল। শুধু অনুব্রত মণডল নেই। বাদ বাকি ওনার সব কর্মীরা রয়েছে। ওনার সমর্থকরা রয়েছে। ওনার তৈরি নেতারা রয়েছে, হাতে করে তৈরি নেতারা। তো তাঁরাই তো ভোট করল। বোমা বন্দুক ছাড়া তো হয়েছে।' 


আরও পড়ুন, বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডে লিড BJP-র, 'তাই তাণ্ডব তৃণমূলের'


' আমার সঙ্গে অনুব্রতর যখনই সংঘাত হয়েছে..'


গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।এখন তিনি জেলে। এই পরিস্থিতিতে লালমাটিতে পদ্ম ফোটাতে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি।কিন্তু শেষ অবধি ব্য়র্থ হয়েছে তারা। এটা কীভাবে সম্ভব হল যেখানে চড়াম চড়াম, গুড় বাতাসা নকুলদানা, অন্য়দিকে বোমা, বন্দুক, যেগুলো বীরভূমের সঙ্গে যুক্ত ছিল,অথচ এবার ভোট হল আপনারা জিতলেন কিন্তু অভিযোগগুলো নেই। এই প্রশ্নের উত্তরে শতাব্দী রায় বলেন, 'না দেখুন, আমার সঙ্গে অনুব্রতর যখনই সংঘাত হয়েছে, যতবারই মতবিরোধ হয়েছে তখনও কিন্তু এই শব্দগুলো নিয়েই হয়েছে বা যে কথাগুলো নিয়ে হতো আমি কখনই সমর্থন করতাম না তখনও। তো আজকের দিনে সেটাই প্রমণিত যে ওটা ছাড়াও ভোট হয় এবং আমি তো বলেছি আগামীদিনে উনি নিশ্চয়ই সেভাবে ভোট করবে।' 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।