মোহন দাস, হুগলী : চলছে 'দুয়ারে সরকার' কর্মসূচি। ইতিমধ্যেই এই কর্মসূচিতে চালু হয়ে গিয়েছে বাড়ি বাড়ি রেশন দেওয়ার কাজও। সেই কাজ করতে গিয়েই খোদ শাসক দলের নেতাদের হাতেই মার খেতে হল এক রেশন ডিলারকে। অভিযোগ উঠেছে যে, ওই রেশন ডিলারকে মারধর করার পাশাপাশি হেনস্থা এবং হুমকিও দেওয়া হয়েছে বলে। ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।


আরও পড়ুন - WB Corona Cases: রাজ্যে করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা, ১ দিনে সংক্রমিত ১৩৪ জন


আরও পড়ুন - Hooghly : দেড় মাস আগে ভেঙে যাওয়া বাঁধ উপচে ঢুকছে জল, আতঙ্কে খানাকুলের একাধিক গ্রাম


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দুদিন ধরে নিজের উদ্যোগে পরীক্ষামূলকভাবে বাড়ি বাড়ি গিয়ে রেশন দিচ্ছিলেন হুগলীর গোঘাটের শুনিয়া গ্রামের এক রেশন ডিলার গোরাচাঁদ গায়েন। অভিযোগ উঠেছে যে, গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি নারায়ন পাঁজার দল এসে ওই রেশন ডিলারকে আক্রমণ করে। তাঁকে মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেয়। এমনকি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি ফের এলাকায় দেখলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলে শাঁসিয়েও গিয়েছে তারা। এমনটাই অভিযোগ জানিয়েছেন এলাকার রেশন ডিলার গোরাচাঁদ গায়েন। খোদ শাসক দলের নেতা-কর্মীদের হাতে মারধর খাওয়া নিগ্রহের ঘটনায় কার্যত আতঙ্কে রয়েছেন ওই ব্যক্তি। ইতিমধ্যেই তিনি মহকুমার খাদ্য আধিকারিক এবং বিডিওকে অভিযোগও জানিয়েছেন। যদিও এই প্রসঙ্গে শাসক দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। কিন্তু এমন ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।


আরও পড়ুন - Weather Updates: রবি ও সোমবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস আবহাওয়া দফতরের


গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক কটাক্ষ করে জানিয়েছেন যে, তৃণমূলের নেতাদের অত্যাচারের ঘটনা নতুন কিছু নয়। কাটমানি খাওয়ার জন্য রেশন ডিলারের উপর অত্যাচার শুরু করেছে তারা। তিনি বলছেন, 'হয়তো কাটমানি পাচ্ছে না। তাই এভাবে আক্রমণ করছে ওরা।'