কলকাতা: গতকাল সংখ্যাটি ছিল ৭০৭। আজকের বুলেটিন অনুযায়ী গত ১ দিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭১৯ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের ১৫,৬০,২৮৬ জন। সরকারি হিসেব অনুযায়ী ১৭ সেপ্টেম্বরে রাজ্যে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৮,০০৮ জন। গতকালের তুলনায় ৯ জন বেশি। পাশাপাশি এই সময় পর্বে অর্থাৎ গত ১ দিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন অনেকেই। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৫, ৩৩, ৬৪৯। সরকারি বুলেটিন অনুযায়ী ১৭ সেপ্টেম্বর রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। করোনা সংক্রমিতের সংখ্যায় জেলার নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। এখানে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১২৪ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। উত্তর ২৪ পরগনার পরই রয়েছে নদিয়া। এখানে করোনা সংক্রমিত ৫২ জন। মৃত্যু ১ জনের।
অন্যদিকে দেশে ফের একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ল। তবে কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪০৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ২৪৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৮১ হাজার ৭২৮। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ৫৬। দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার ৪২৪ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯৫০ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লক্ষ ৬৯ হাজার ২৪১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৬৯ লক্ষ ৯২ হাজার ৮৪৮।
আরও পড়ুন: Murshidabad: খেলতে গিয়ে বন্ধ গাড়িতে দম আটকে প্রাণ গেল দুই শিশুর, মুর্শিদাবাদের ঘটনায় শোকের ছায়া
আরও পড়ুন: প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ফের পড়ুয়া বিক্ষোভ আরজি কর মেডিক্যালে