সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলিতে (Hooghly) গঙ্গায় (Ganga) জলে ভাসছে এক সরীসৃপের দেহ। কচুরি পানায় আটকে উল্টে রয়েছে দেহ। ঠিক বোঝা যাচ্ছে না। কুমির, না অন্য কিছু (Crocodile)! ফলে কৌতুহল চরমে ওঠে। খবর ছড়িয়ে পড়ায় হুগলির শ্রীরামপুরে কালিবাবুর শ্মশান ঘাটে ভিড় করেন স্থানীয়রা।
জানা গেছে, শ্রীরামপুর কালিবাবুর শ্মশানঘাটে আজ সকালে একটি মৃত সরীসৃপকে দেখা যায় কচুরি পানায় আটকে থাকতে। উল্টে থাকা ওই সরীসৃপের চেহারা কুমিরের মত। লম্বা লেজ, চারটে পা আর দেহ আঁশ-যুক্ত।কুমিরের মৃতদেহ পাওয়া গেছে শুনে স্থানীয়দের অনেকেই ভিড় জমান কালিবাবুর ঘাটে।
TMC Leader: আগ্নেয়াস্ত্র হাতে নিজের দফতরে বসে মালদার তৃণমূল নেত্রী, বাড়ছে বিতর্ক
গত মাসে গঙ্গায় কুমিরের দেখা মিলেছিল।প্রথমে মুর্শিদাবাদ, তারপর নদিয়ার বিভিন্ন জায়গায় গঙ্গার বুকে কুমির দেখা যায়।হুগলির গুপ্তিপাড়ায় কুমিরের আতঙ্কে গঙ্গায় নামতে নিষেধ করে প্রশাসন,চলে মাইক প্রচার।একটাই কুমির ছিল, নাকি একাধিক, তা বোঝা যায়নি। আজ শ্রীরামপুর কালিবাবুর ঘাটে চতুষ্পদ সরীসৃপের মৃতদেহ ভেসে উঠতেই সেই ‘মকর’ দর্শনে ভিড় করেন এলাকাবাসী।মৃত প্রাণী কুমিরই, নাকি অন্য কোনও সরীসৃপ তা জানতে বন দফতরকে খবর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে জলাধারে পাশাপাশি মানুষের দেহ আর মরা অজগর (Python) সাপ ভাসতে দেখা গিয়েছিল। বীরভূমে পাশাপাশি ভাসতে দেখা গিয়েছিল মৃত মানুষের দেহ ও মরা অজগরকে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মহম্মদ বাজার থানার খয়রাকুড়িতে তিলপাড়া (Tilpara) জলাধারে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ও মৃত অজগর সাপ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। সেখানে ভিড় জমান স্থানীয়রা। ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হল, তাঁর দেহের পাশে মরা অজগরই বা ভাসছে কেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মহম্মদ বাজার বাজার থানার পুলিশ (Police) ও সিভিল ডিফেন্সের কর্মীরা। রাতে মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই এ ব্যাপারে খবর পাঠিয়েছিলেন পুলিশকে। রবিবার সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা আসে এবং পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করা হয়। এরপর মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত ব্যক্তির পাশে ভাসমান অবস্থায় ছিল একটি মৃত অজগর সাপ। আর তা নিয়েই ব্যাপক চাঞ্চল্য ও জল্পনা ছড়িয়েছে মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত খয়রাকুড়ি গ্রামে। সকাল থেকেই গ্রামের বিভিন্ন মানুষ ভিড় জমিয়েছেন সেখানে।