সৌরভ বন্দ্যোপাধ্যায়,  হুগলি: ১ মাসে ৬ বার। বাসিন্দাদের অভিযোগ, হুগলির উত্তরপাড়ায় দিনে-রাতে বেড়েই চলেছে চুরির ঘটনা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপাড়া পুরসভার প্রশাসক। সবক’টি চুরির ঘটনায় একই দুষ্কৃতী দল জড়িত কিনা খতিয়ে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেট।


পরপর চুরি। বাড়ি থেকে ফ্ল্যাট। ফাঁকা রেখে দু’দণ্ড বেরনোর জো নেই। কখনও আবার এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা। অভিযোগ, হুগলির উত্তরপাড়ায় দিনে-রাতে বেড়েই চলেছে চুরির ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, সব দেখেশুনেও নির্বিকার প্রশাসন। 


উত্তরপাড়া বাসিন্দা জয়ন্ত চৌধুরী জানালেন, পরপর চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে।বাসিন্দা গুরুদাস দত্ত জানালেন, নৈশ প্রতিরোধ বাহিনী কার্যকরী করার দাবি জানাচ্ছে।নাহলে এই ধরনের চুরির ঘটনা কমবে না। স্বাভাবিক ভাবেই এক্র পর এক চুরির ঘটনা বাড়িয়েছে আতঙ্ক। বাড়ি থেকে বেড়াতে যেতে ভয় পাচ্ছেন মানুষ। ক্রিসমাস আবহে অনেকেই বেড়াতে যেতে চান। কিন্তু পরপর চুরির ঘটনা আতঙ্ক ধরাচ্ছে। তবে আশা পুলিশ ব্যবস্থা নেবেই। 


বাসিন্দাদের অভিযোগ, ১ মাসে ৬ টি চুরির ঘটেছে। পুলিশ সূত্রে খবর, বুধবার, বাড়িতে কেউ না থাকার সুযোগে আর কে স্ট্রিটের ৩ তলা বাড়িতে হানা দেয় দুষ্কৃতীর দল।খোয়া যায় বহু সামগ্রী। ১৭ ডিসেম্বর, বিপি এম বি সরণীতে এটিএম ভেঙে লুটের চেষ্টা চালানো হয়। ১২ ডিসেম্বর, বিকে স্ট্রিটের একটি বাড়িতে চুরি হয়। ২৪ নভেম্বর উত্তরপাড়া স্টেশন লাগোয়া এক আবাসনে এক রাতে ৭টি ফ্ল্যাটে চুরি হয়। 

আরও পড়ুন : 


লিভার প্রতিস্থাপনে নতুন দিশা এসএসকেএম হাসপাতালে ! অপারেশন করলেন শুধু এসএসকেএমের চিকিত্‍সকরাই


চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, ইতিমধ্যেই চুরির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপাড়া পুরসভার প্রশাসক। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান, পড়শি জেলা হাওড়ার বালি থেকে দুষ্কৃতীরা উত্তরপাড়ায় আসছে। 


সবক’টি চুরির ঘটনায় একই দুষ্কৃতী দল জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।