সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ভদ্রেশ্বরে (Bhadreswar) যুবকের রহস্যমৃত্যু (Mysterious Day)। বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুকুর থেকে উদ্ধার হল যুবকের গলাকাটা মৃতদেহ (Deadbody)। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়েছে। কীভাবে মৃত্যু, তার পিছনে কী কারণ, খতিয়ে দেখছে পুলিশ। 


বৃহস্পতিবার রাত ৮ টায় বাড়ি থেকে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন। রাত ১১টায় শেষবার বাড়ির লোকের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়।  শুক্রবার সেই যুবকেরই গলা কাটা মৃতদেহ উদ্ধার হল পুকুর থেকে। আর মৃত্যু ঘিরেই দানা বেধেছে রহস্য।  বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ করেছে পরিবার।  


হুগলির (Hoogly) ভদ্রশ্বের থানার (Bhadreswar Police Station)  মানকুণ্ডু (Mankundu) লেকভিউ এলাকার বাসিন্দা ছিলেন ২৬ বছরের অমিত কারক। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ এক বন্ধুর সঙ্গে তিনি বেরিয়ে যান। শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।  গলা ও শরীরের অন্য জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। 


মৃতের বাবা রঞ্জন কারক জানিয়েছেন, গতকাল রাত ৮টায় ওর বন্ধু সোমনাথ ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। জগদ্বাত্রী পুজোয় কাজ করেছিল। টাকা পেত। সেই টাকা আনতে বেরিয়েছিল। প্রতিবেশীর অভিযোগ, পুকুরে দেহ ফেলে, তা বিসর্জন দেওয়া প্রতিমার কাঠামো দিয়ে ঢেকে দেওয়া হয়।  


এ প্রসঙ্গে চন্দননগর কমিশনারেটের (Chandannagar Commissionarate) পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রাথমিক ভাবে জানা গেছে, কয়েকজনের মধ্যে মারামারি হয়েছে।  এক ব্যক্তি মারা গেছে। আটক করা হয়েছে একজনকে। টাকা নিয়ে বিবাদের জেরেই কি খুন?  না কি, ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। 


আরও পড়ুন: North 24 Parganas News: মাঠের ভিতর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়


আরও পড়ুন: Alipurduar News: জয়ন্তীতে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে বন দফতর, উত্তেজনা এলাকায়