সোমনাথ মিত্র, হুগলি: রজনীগন্ধার মালা, বেলুনের সাজ, সঙ্গে সানাইয়ের সঙ্গত। সাজানো রয়েছে ১৯ রকমের জিবে জল আনা পদ। সব মিলিয়ে জমজমাট আইবুড়ো ভাতের জমজমাট অনুষ্ঠান। তবে কোনও বাড়িতে নয়, চলন্ত ট্রেনে একেবারে সাজিয়ে গুছিয়ে হবু বরকে আইবুড়ো ভাত খাওয়ালেন বন্ধুরা। সেই ছবি হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।


যা যা হল...
গত কাল, অর্থাৎ শনিবার সকালে, তারকেশ্বর-হাওড়া ডাউন লোকালে এই সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন হাজার হাজার ট্রেন যাত্রীও। আগামী ১৫ই ডিসেম্বর, বাহিরখন্ডের বাসিন্দা অতনু শাসমলের বিয়ে। ট্রেনের সহযাত্রীদের সেই মতো আমন্ত্রণ জানান অতনু। হবু বরকে আইবুড়ো ভাত না খাওয়ালে হয়? তবে অনুষ্ঠানটি একটু স্পেশাল হতে হবে। যেমন ভাবা তেমনই কাজ। শনিবার সকাল ৯টা ৩২ মিনিটের ডাউন তারকেশ্বর -হাওড়া লোকালের ভেন্ডার কামরায়, অতনুর অজান্তেই আয়োজন করা হয় আইবুড়ো ভাত। ফুলের মালা, বেলুন দিয়ে সাজিয়ে হবু বরকে ১৯ পদ দিয়ে ভুড়িভোজ করান ট্রেনের সহযাত্রীরা। ছিল সানাই, উলুধ্বনিও দেন সকলে। আয়োজনে কোনও খামতি নেই। ধুতি পাঞ্জাবি পরা অতনুও মিষ্টি মিষ্টি হাসছেন। চলন্ত ট্রেনে সহযাত্রীর জন্য এইভাবে আইবুড়ো ভাতের আয়োজন তাক লাগিয়েছে নেটিজেনদের। আনন্দের সত্যি তো কোনও স্থান-কাল নির্দিষ্ট হয় না।


প্রতিক্রিয়া...
অগ্ৰহায়ণ মাস মানে বাঙালির বিয়ের মরসুম। আর বিয়ের আগে পাত্রপাত্রীকে আইবুড়ো ভাত খাওয়ানোর রীতি বাঙালিদের একাংশের মধ্যে অত্যন্ত জনপ্রিয় রীতি। সাধারণত, পাত্র-পাত্রীর আত্মীয়, স্বজন, বন্ধু-বান্ধবরাই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তা বলে ট্রেনে? এই অভিনব দৃশ্য খুবই বিরল। অতনু বললেন, 'আমার কোনও ভাষা নেই।  এতটাই আনন্দিত হয়েছি এঁদের আপ্যায়নে।খুবই আনন্দিত। সকলের থেকে যে পরিমাণ ভালবাসা পেয়েছি, জানিনা এত ভালোবাসা সকলকে দিতে পারব কিনা!' নিত্যযাত্রী মিলনকান্তি দাস জানান, আগামী ১৫ তারিখে অতনুর বিয়ে। ১৬ তারিখে প্রীতিভোজ অনুষ্ঠানে তাঁদের সকলকে নেমন্তন্ন করেছে। 'সকলে মিলে ওঁকে সারপ্রাইজ দেব, তাই এই অনুষ্ঠান', বলেন মিলনকান্তি। প্রতিদিন লাখো লাখো নিত্যযাত্রী ট্রেনে চেপে কর্মস্থলে যান। গ্ৰামাঞ্চল থেকে শহরাঞ্চলে যেতে পারে হয় কয়েক ঘন্টা। কাজ শেষে ক্লান্ত শরীরে আবার একই ভাবে বাড়ি ফেরা। বছরের পর বছর ধরে যাতায়াতের পথেই জানা-অজানা মানুষগুলো একে অন্যের বন্ধু হয়ে ওঠেন। এক একটা কামরা হয়ে ওঠে এক একটা পরিবার। আর পরিবারের সদস্যদের যদি বিয়ে হয়, আইবুড়ো ভাত না হলে চলে !


আরও পড়ুন:'দুর্নীতি' খুঁজতে ফের বঙ্গে কেন্দ্রীয় দল