সুনীত হালদার, হাওড়া: বর্ষায় বেহাল হাওড়া পুরসভার একাধিক এলাকার রাস্তা। বেশ কিছু এলাকার রাস্তায় চলাফেরা করা দায় হয়ে উঠেছে। রাস্তার ওপরের অংশের চাঙর উঠে গিয়েছে। যত্রতত্র বড় বড় গর্ত হয়ে রয়েছে। সেই রাস্তা দিয়েই গাড়ি চলাচল করছে। এলাকার মানুষের অভিযোগ ভাঙা রাস্তার কারণে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটলেও হুঁশ নেই হাওড়া পুরসভার। যদিও হাওড়া পুরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, পুজোর আগেই শহরের সব রাস্তা মেরামত করা হবে।
ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল রাস্তা:
হাওড়া শহরের কমপক্ষে দশটি ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল অবস্থা। এইসব ওয়ার্ডের বেশিরভাগ রাস্তার উপরের অংশ থেকে চাঙর উঠে যাওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টিতে জল জমে ওই রাস্তাগুলির ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝে মাঝেই টোটো, রিক্সা, সাইকেল এবং বাইকের চাকা গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে। আহত হচ্ছেন যাত্রীরা। মধ্য হাওড়ার টিকিয়াপাড়ায় ইস্ট ওয়েস্ট বাই পাস, বেলিলিয়াস রোড, ড্রেনেজ ক্যানেল রোড, উত্তর হাওড়ার ঘুসুড়ি ধর্মতলা রোড, জি টি রোডের কিছু অংশ সহ বিভিন্ন রাস্তায় চাঙর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। শুধুমাত্র শহরের প্রধান রাস্তা নয় পাড়ার গলিগুলোতেও বেহাল অবস্থা। বেশিরভাগ রাস্তায় বৃষ্টির জল জমে যাওয়ার ফলে রাস্তা ভেঙে গিয়েছে। এমনটাই জানিয়েছে হাওড়া পুরসভা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাঁরা বহুবার হাওড়া পুরসভার দ্বারস্থ হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকার বাসিন্দাদের দাবি দুর্গা পুজোর আগে যেন পুরসভার পক্ষ থেকে ভাঙা রাস্তা সারিয়ে দেওয়া হয়।
এদিকে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী দাবি করেন হাওড়া শহরের অধিকাংশ রাস্তাই ভাল, ভাঙাচোরা রাস্তায় নেই। তবে যেসব জায়গায় রাস্তাঘাট ভাঙাচোরা আছে সেগুলো আগামী ৩০ সেপ্টেম্বর পুজোর আগেই মেরামত করে দেওয়া হবে। এখন দেখার কবে শহরের রাস্তাঘাট ঠিক হয়। কার্যত তার দিকেই তাকিয়ে আছেন শহরবাসী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাবা-মার বয়স বাড়ছে? আর চিন্তা নেই, বিনামূল্যে স্বাস্থ্যবিমার নয়া সুযোগ হাতের মুঠোয়