কলকাতা: ইডেন গার্ডেন্স থেকে মাথা উঁচু করে বেরিয়েছেন তাঁরা। কলকাতা নাইট রাইডার্সকে (KKR vs RR) ৯ উইকেটে দুরমুশ করে। তবে ম্যাচ জেতার পরই রাজস্থান রয়্যালস শিবিরে এল খারাপ খবর।
ম্যাচ ফি-র ১০ শতাংশ টাকা জরিমানা হল জস বাটলারের (Jos Buttler)। কিন্তু কেন শাস্তি হল রাজস্থান রয়্যালসের ওপেনারের?
ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে এ নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। শুধু জানানো হয়েছে যে, কেকেআরের বিরুদ্ধে ম্যাচের ফি থেকে ১০ শতাংশ জরিমানা হয়েছে ইংরেজ তারকার। তবে মনে করা হচ্ছে, সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়িয়ে শাস্তির কবলে পড়লেন বাটলার। সেই সতীর্থের নাম? যশস্বী জয়সওয়াল! যিনি বৃহস্পতিবার ইডেনে কেকেআরকে নিয়ে ছিনিমিনি খেললেন।
বৃহস্পতিবার যশস্বীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান বাটলার। তারপরই তাঁকে উত্তেজিত ভঙ্গিতে সতীর্থের উদ্দেশে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। অনেকে মনে করছেন, সেই কারণেই জরিমানা হয়েছে ইংরেজ তারকার।
এক ওভার। ২৬ রান। এক ওভারেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্লে অফের স্বপ্নকে ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছেন খোদ অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana)। প্রশ্ন উঠে গিয়েছে নাইট নেতার সিদ্ধান্ত নিয়ে। কেন দলে চার বিশেষজ্ঞ স্পিনার থাকলেও নতুন বলে প্রথম ওভার করার ঝুঁকি নিতে গেলেন নীতীশ!
যদিও ম্যাচের পর দলের সমর্থন রয়েছে নীতীশের সঙ্গে। ম্য়াচের শেষে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের (KKR vs RR) সর্বোচ্চ স্কোরার বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) প্রশ্ন করা হয়েছিল, প্রথম ওভারে নীতীশের বল করতে আসা কি জুয়া ছিল? বেঙ্কটেশ বলেন, 'হয়তো তাই। তবে নীতীশ বল হাতে কতটা দক্ষ সকলেই জানেন। কেরিয়ারে অনেক গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। ক্রিজে যখন বাঁহাতি ব্যাটার, তখন অফস্পিনার কার্যকরী হতে পারত। দুর্ভাগ্যবশত সিদ্ধান্তটা আমাদের পক্ষে যায়নি। ও উইকেট পেয়ে গেলে তখন এটা মাস্টারস্ট্রোক বলা হতো। তবে মাঠে এই ধরনের ঘটনা ঘটে।'
হাতে মাত্র ১৪৯ রানের পুঁজি। সকলকে চমকে দিয়ে রাজস্থান রয়্যালসের (KKR vs RR) ব্যাটিংয়ের সময় প্রথম ওভার বল করতে এলেন নীতীশ রানা। সামনে যশস্বী জয়সওয়াল। পরের ৬ বলের পরিসংখ্যানটা অনেকটা এরকম। ৬, ৬, ৪, ৪, ২ এবং ৪। এক ওভারে উঠল ২৬ রান। সেই যে রাজস্থানের রানের গাড়ি ফোর্থ গিয়ারে ছুটতে শুরু করল, গোটা ম্যাচে আর তা থামল না। মাত্র ১৩.১ ওভারে লক্ষ্যপূরণ করল রাজস্থান। রেকর্ড ১৩ বলে হাফসেঞ্চুরি করলেন যশস্বী। ৪৭ বলে ৯৮ রান করে অপরাজিত রইলেন।
আরও পড়ুন: ৩ ম্যাচে ৪০ রান করে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই যশস্বীর ব্যাটেই আইপিএলে রেকর্ড