সুনীত হালদার, হাওড়া: প্রতিদিনের মতো মনোযোগ সহকারে নিজের কাজ করছিলেন তিনি। কিন্তু তাতেই যে মৃত্যু লেখা আছে, তার আঁচ পাননি। তাতেই বেঘোরে প্রাণ হারালেন এক ট্র্যাফিক কনস্টেবলের (Traffic Police Constable)। বাইকের ধাক্কায় প্রথমে আহত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।


হাওড়ার (Howrah News) রানিহাটি ক্রসিংয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে (Road Accident)। মৃতের নাম বাবলু মণ্ডল। বয়স ৫০ বছর। ট্র্যাফিক পুলিশের কনস্টেবল হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। সেই মতো ডিউটিতে বেরিয়েই মৃত্যু হল তাঁর।


শুক্রবার সকাল ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে রানিহাটি ক্রসিংয়ের কাছে মোতায়েন ছিলেন বাবলু। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা মারে (Speeding Bike Hits Traffic Constable)। সজোরে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে যান বাবলু।


আরও পড়ুন: Rail Accident: দোমহনির রেল দুর্ঘটনাস্থলে 'ভূতের ভয়', কুসংস্কার বলে দাবি বিজ্ঞান মঞ্চের


স্থানীয় লোকজন এবং পুলিশ মিলে তড়িঘড়ি পাঁচলার গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন আহত ওই কনস্টেবলকে। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর। তাতে চুনাভাটির নায়ারাণা মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।


কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। দিনভর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর, এ দিন সন্ধেয়  চুনাভাটির ওই হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবলু (Traffic Constable Dies)। তাঁর মৃত্যুতে পরিবার তো বটেই, ভেঙে পড়েন সহকর্মীরাও। ঘাতক ওই মোটরসাইকেলটি আটক করেছে পুলিশ। তার আরোহীও গুরুতর আহত হয়েছেন। গাববেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।


রানিহাটি ক্রসিংয়ের কাছে ওই এলাকায় পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও ঘাতক মোটরসাইকেলটি অত দ্রুত গতিতে ছুটে আসছিল কেন, তার ব্যাখ্যা মেলেনি এখনও পর্যন্ত। আহত আরোহীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।