সুনীত হালদার, হাওড়া : স্বস্তির বৃষ্টিতে দহনজ্বালা থেকে নিস্তার পেলেও প্রবল বজ্রবিদ্যুৎ কেড়ে নিল একাধিক প্রাণ। রাজ্যজুড়ে একাধিক জেলা থেকে মিলেছে বাজ পড়ে মৃত্যুর (Lightning Death) খবর। জানা যাচ্ছে, শেষ পর্যন্ত রাজ্যের ৬ জেলাতে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতের জেরে। হাওড়া (Howrah Death) জেলাতে মৃত্যু হয়েছে ৩ জনের। গুরুতর আহত আরও ৩ জন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জমিতে ধান কাটার কাজে গিয়ে বাজ পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে কয়েকজনের।
পুলিশ সূত্রে খবর, আমতা থানার (Amta Police Station) শেরপুরের বাসিন্দা মহানন্দ ঘুকু (৫৩), আমতা থানার মিল্কিচক ধুনরি পাড়ার বাসিন্দা মহম্মদ ইসমাইল (৩৭) এবং বাগনান থানার (Bagnan Police Station) বাকসি দেউলগ্রাম ছিলামপুরের বাসিন্দা জুলফিকার হোসেন (২২)। পুলিশ দেহ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে আমতার শেরপুরে জমিতে ধান কাটছিলেন মহানন্দ ঘুকু। সেই সময় জমিতে বাজ পড়লে তিনি মারাত্মক জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে আমতার মিল্কিচক ধুনুড়ি পাড়ার বাসিন্দা মোঃ ইসমাইল বন্ধুদের সঙ্গে বাড়ির কাছে জমিতে বসেছিলেন। সেই সময় জমিতে বাজ পড়লে ইসমাইল সহ তিনজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ইসমাইলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বাগনান থানার বাকসি দেউলগ্রাম ছিলামপুরের বাসিন্দা জুলফিকার হোসেন জমিতে ধান কাটার সময় আচমকা বাজ পড়লে তিনি গুরুতর জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- স্বস্তির বৃষ্টির মাঝে মর্মান্তিক পরিণতি, বাজ পড়ে রাজ্যে ছ'জেলায় ১৫ জনের মৃত্যু
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪/৫ দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শনি ও রবিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে ওপরের দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে।
আরও পড়ুন- সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !