সুনীত হালদার, হাওড়া: শালিমার স্টেশনের বাইরে পার্কিং জোনে দুষ্কৃতী হামলা। রবিবার সকালে হাওড়ার (howrah) উত্তরপাড়ার (uttarpara) এক বাসিন্দা তাঁর বাবা মাকে আনতে অন্যান্য আত্মীয়দের নিয়ে শালিমার (shalimar) স্টেশনে যান। সেখানে পার্কিং জোনের  বাইরে গাড়ি পার্ক করেছিলেন তিনি। সেই সময় কিছু স্থানীয় দুষ্কৃতী তাঁর থেকে পার্কিং ফি দাবি করে বলে অভিযোগ। তিনি তা দিতে অস্বীকার করলে প্রায় ১০ থেকে ১২ জন সেই ব্যক্তি ও তাঁর আত্মীয়দের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের চোটে একজনের নাক থেকে রক্ত বের হতে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ এবং বি গার্ডেন থানার পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয় সাউথ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর আহতরা লিখিতভাবে বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।


পুলিশ সূত্রে জানা গিয়েছে যে পাটনা থেকে আসা বাবা, মা কে আনতে গিয়েছিলেন আক্রান্ত ব্যক্তি। সেই সময় তিনি স্টেশনের বাইরে গাড়ি পার্ক করান। কিন্তু এরপরও বেআইনিভাবে তাঁর কাছ থেকে পার্কিং বাবদ ফি দাবি করেন। কিন্তু আক্রান্ত সেই ব্যক্তি দিতে রাজি হননি। এরপরই তাঁর ও তাঁর আত্মীয়দের ওপর হামলা করে সেই দুষ্কৃতীরা। এরপরই আহতরা বোটালিক্যাল গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেছেন।


এদিকে, হাওড়ারই অন্য একটি বিক্ষিপ্ত ঘটনায়, বেপরোয়া গাড়ির ধাক্কায় (Road Accident) পথচারীর মৃত্যু। সকাল ৭ টা নাগাদ সালকিয়ার (Salkia)  বাঁধাঘাট মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পিছন দিক থেকে ওই  পথচারীকে ধাক্কা মারে গাড়ি।  ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। মর্মান্তিক এই  দুর্ঘটনা  সিসি ক্যামেরায় ধরা পড়েছে। অভিযুক্ত গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।


আরো পড়ুন: বিয়েবাড়ি থেকে ফেরার পথে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে দুর্ঘটনা, মৃত ৩