সুনীত হালদার, হাওড়া: হাওড়া ব্রিজে পথ দুর্ঘটনায় আহত ৮ থেকে ১০ যাত্রী। তাঁদেরকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় হাওড়া হাসপাতালে। যাত্রীদের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া ব্রিজে রেলিংয়ে ধাক্কা মারে। বেসরকারি বাস মেটিয়াব্রুজ থেকে হাওড়া আসার পথে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিকে আটক করে পুলিশ। এর পাশাপাশি আহত হয় গাড়ি চালক।
মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী বাঁকুড়াও। ৩টি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বন দফতরের এক আধিকারিক-সহ ৩ জনের। সাতসকালে ডাম্পারের ধাক্কায় পথচারীর মৃত্যু ঘিরে মেজিয়ায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের আশ্বাসে আধঘণ্টা পর অবরোধ ওঠে।
প্রথম দুর্ঘটনা ঘটে গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ। বিষ্ণুপুর থেকে কোতুলপুরে ফেরার পথে সামনে থাকা লরির ডালা খুলে বাইকের ওপর পড়ায় রাস্তায় ছিটকে পড়েন দুই আরোহী।পিছন থেকে আসা আরেকটি লরির চাকায় বাইক চালক পিষ্ট হয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দ্বিতীয় বাইক আরোহীও আহত হন। দ্বিতীয় দুর্ঘটনা ঘটে রাত ১০টা নাগাদ। বিষ্ণুপুর থেকে বাইকে চড়ে ফেরার সময়, দুর্ঘটনার কবলে পড়েন ওন্দার বিট অফিসার তন্ময় ভুঁইয়া। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মেজিয়ায় তৃতীয় দুর্ঘটনা ঘটে। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় বছর পঁয়ষট্টির এক ব্যক্তির।
এখানেই শেষ নয়, সম্প্রতি নিউটাউনে বিশ্ব বাংলা মোড়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় বাইক ছিটকে পড়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। মৃতের নাম সঞ্চিতা চক্রবর্তী। বছর তিরিশের ওই মহিলা বেহালায় থাকতেন। পুলিশ সূত্রে খবর আসে, বন্ধুর বাইকে চড়ে নিউটাউনের বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ওই ওই মহিলা। রাত ১০টা নাগাদ বিশ্ব বাংলা মোড়ে বাইকের পিছনে ধাক্কা মারে পাথর বোঝাই ট্রাক। ওই মহিলা বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর খুবই দুর্ভাগ্যজনকভাবে ট্রাকের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মহিলা বাইক আরোহীর মৃত্যু হয়। ট্রাকের চালককে আটক করে নিউটাউন থানার পুলিশ।
আরও পড়ুন, দাঁড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের
তিক্ত অভিজ্ঞতার শিকার উল্টোডাঙাও। পুরনো সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নীচে দুটি ঝুপড়ির ওপর পড়েছিল চলন্ত গাড়ি। মাথায় চোট নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছিল গাড়ি চালক মহম্মদ শোয়েবকে। বছর ২৩-এর তরুণ এন্টালির বাসিন্দা। আহত হয়েছিলেন দুটি ঝুপড়ির দুই বাসিন্দা। রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটেছিল। লেকটাউন থেকে বেপরোয়াভাবে বাইপাসের দিকে যাচ্ছিলেন গাড়ি চালক। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে সেতুর নীচে পড়ে গিয়েছিল গাড়ি। গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না। স্থানীয়দের অভিযোগ, চালক মত্ত অবস্থায় ছিলেন।তদন্তে নেমেছিল মানিকতলা থানার পুলিশ।