হাওড়া: গত এক সপ্তাহ দফায় দফায় প্রবল বর্ষণে জেরে জলমগ্ন ডোমজুড়ের শলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার ফলে ঘরে ঘরে এক কোমর জল দাঁড়িয়ে গেছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্যাণ ঘোষের নিদান, 'ভগবানকে ডাকুন। বৃষ্টি থামলে জল নামবে' !

আরও পড়ুন, 'উদয়নের নেতৃত্বেই শুভেন্দুর কনভয়ে হামলা...প্রাণনাশের চেষ্টা ছিল' ! কোচবিহারকাণ্ডে বিস্ফোরক অভিযোগ নিশীথের

ডোমজুড়ের শলপ এলাকায় তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ি। ওই বাড়ির পিছন দিকে শলপ মাঠবাগান এলাকার প্রায় একশো বাড়িতে গত এক সপ্তাহ ধরে প্রায় এক কোমর জল দাঁড়িয়ে আছে। বাইরের রাস্তাঘাট জলে থই থই করছে। এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে ওই জল ভেঙে যাতায়াত করছেন। তাদের অভিযোগ তারা বারবার বিধায়ক কল্যাণ ঘোষকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। শলপ এক নম্বর পঞ্চায়েত থেকেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে তারা জলবন্দি অবস্থায় কাটাতে বাধ্য হচ্ছেন। এক বাসিন্দা অভিযোগ করেন, জমা জল নিয়ে যখন তারা বিধায়কের দ্বারস্থ হন তখন বিধায়ক বলেন ভগবানের কাছে প্রার্থনা করুন। বৃষ্টি থামলে জল নামবে। না হলে কোন উপায় নেই। এই পরিস্থিতিতে তারা প্রায় অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। 

মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা বিধায়ক কল্যাণ ঘোষের বাড়িতে জড়ো হন। তারা জমা জল নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। জল জমার সমস্যা নিয়ে এদিন কল্যাণ ঘোষ বলেন চাষের নিচু জমি কিনে ওরা ঘর বানিয়েছে। তাই ওই এলাকায় জল জমে। প্রবল বৃষ্টিতে গোটা রাজ্যের মতো শলপেও জল জমেছে। খাল দিয়ে জল বার করার চেষ্টা করা হয়েছে তবে বৃষ্টি না থামলে কিছু করা যাবে না। এদিকে তৃণমূল বিধায়ক এর এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছে বিজেপি। বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন যে বিধায়ক বলেন,' ঈশ্বরকে ডাকুন। তিনি জমা জল সরাতে পারবেন না। তার পদত্যাগ করা উচিত। তার এক দিন জনপ্রতিনিধি থাকার কোন অধিকার নেই।'

প্রথমে পিংলার বিধায়ক অজিত মাইতি। এবার ডোমজুড়ের কল্যাণ ঘোষ। গত কয়েক দিনের বৃষ্টিতে প্রায় হাঁটু সমান জল জমেছে হাওড়ার ডোমজুড়ের বিস্তীর্ণ এলাকায়। জলবন্দি জীবন কাটাচ্ছেন শলপ এক নম্বর পঞ্চায়েতের বাসিন্দারা। আর এই এলাকাতেই থাকেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। জল জমেছে তাঁর এলাকাতেও। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত থেকেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তৃণমূল বিধায়ককে জানিয়েও কোনও সুরাহা হয়নি।মঙ্গলবার, সেই সমস্যা নিয়েই তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের দ্বারস্থ হন এলাকার বাসিন্দারা।জমা জল নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।আর তখনই ভগবানের উপর ভরসা রাখার পরামর্শ দিলেন তিনি।