সুনীত হালদার, হাওড়া: চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে একজন হকারের। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া অভিযোগ উঠেছে ট্রেনে কর্তব্যরত এক আরপিএফ কর্মীর বিরুদ্ধে। সোমবার অভিযুক্ত সেই আরপিএফ (RPF) কর্মীকে গ্রেফতারের দাবি জানিয়ে হাওড়া (Howrah) স্টেশন থেকে কলকাতা পর্যন্ত বিক্ষোভ মিছিল করলেন হকাররা (Hawker union Rally)।


স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি হুগলি জেলার কামারকুণ্ডু স্টেশনে জম্মু তাওয়াই এক্সপ্রেস থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় রাকেশ ঘোষাল নামে এক হকারের। অভিযোগ, তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে একজন আরপিএফ কর্মী। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত আরপিএফ কর্মীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল করলেন হকাররা।


আরও পড়ুন: Mamata Banerjee: গড়িয়াহাট ও হাতিবাগানে হকার বসা নিয়ে কলকাতা পুরসভাকে তোপ, কড়া বার্তা মমতার


সোমবার সকালে ওই মিছিল শুরু হয় হাওড়া স্টেশনের সামনে থেকে আর শেষ হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে। মিছিলের আয়োজক হকার সংগঠন জাতীয় বাংলা সম্মেলনের অভিযোগ, আরপিএফ গুণ্ডার ভূমিকা পালন করছে। ওরা রাকেশ মণ্ডল নামে ওই রেলের হকারকে ট্রেন থেকে ফেলে দিয়ে খুন করেছে। অবিলম্বে দোষী আরপিএফ কর্মীকে শাস্তি দেওয়ার পাশাপাশি মৃত হকারের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূর্ণ দিতে হবে। সেই সঙ্গে ট্রেনে বেচাকেনা চালানোর জন্য হকারদের যে কার্ড রয়েছে তার আইনি স্বীকৃতিও দাবি করা হয় মিছিলের আয়োজকদের তরফে।


ওই হকার সংগঠনের আরও অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের আগে যাদের থেকে টাকা নিয়েছেন তাদের কাছে রেল বিক্রি করে দিচ্ছেন।  


প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশনে সরকার অনুমোদিত দোকান থাকলে চলন্ত ট্রেনে বেচাকেনার জন্য কোনও অনুমতি দেওয়া হয় না রেলের তরফে। তারপরও দীর্ঘদিন ধরে লোকাল ও এক্সপ্রেস ট্রেনে হকারি করে জীবন যাপন করেন অনেকে। তাঁদের উপর মাঝে মধ্যে অত্যাচার করার অভিযোগ ওঠে রেল পুলিশের বিরুদ্ধে। তবে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলার জেরে মৃত্যুর ঘটনা খুব একটা ঘটে না।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mamata Banerjee: পুরসভার 'পারফরম্যান্স রিভিউ'! আজ মমতার মার্কশিটে কার কত নম্বর?