সুনীত হালদার,হাওড়া: পুজোর মুখে মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) ডাক দিয়েছে বিজেপি (BJP)। আর এতেই সমস্যায় পড়েছেন হাওড়া ময়দান চত্বরে হাজার মঙ্গলা হাটের হাজার হাজার ব্যবসায়ী (Businessman)। তাঁরা বুঝতে পারছেন না পুজোর আগে কীভাবে তাঁরা এই আর্থিক ক্ষতি সামাল দেবেন। (BJP Leader) বিজেপির জেলা সভাপতি মনিমোহন ভট্টাচার্য জানিয়েছেন, বিষয়টা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন। 


বিজেপির নবান্ন অভিযান ঘিরে কেন সমস্যায় মঙ্গলা হাটের ব্যবসায়ীরা ?


পুজো (Durga Puja 2022) আর হাতে গোনা কয়েকটি দিন বাকি। তাই পুজো র আগে কেনাকাটা সেরে ফেলতে চাইছেন ক্রেতারা। ফি বছরের মতো এবারও মঙ্গলা হাটের পুজোর বাজার জমে উঠেছে। দূর দূরান্ত থেকে হাজার হাজার ক্রেতা এবং বিক্রেতা আসতে শুরু করেছেন। এরই মধ্যে আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাওড়া ময়দান চত্বরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।  বিভিন্ন জায়গায় পুলিশি ব্যারিকেডের পাশাপাশি সকাল থেকেই মোতায়েন থাকবে পুলিশ এবং রাফ। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে হাওড়া ময়দান সংলগ্ন জি টি রোড এবং  আশপাশ এলাকায় দোকানপাট বন্ধের মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফুটপাতের দোকানের বাঁশ, কাঠ, ইট ইত্যাদি সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এর আগে যতবার নবান্ন অভিযান হয়েছে, তখন পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনা ঘটেছে।


আরও পড়ুন,'বাগুইআটিতে নিহত ছাত্র মাদকাসক্ত’ বিস্ফোরক সৌগত, 'উনি সাপ্লাই করতেন?'পাল্টা দিলীপ


চরম আর্থিক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা, কী বলছেন বিজেপির জেলা সভাপতি ?


এদিকে ছোট ব্যবসায়ীরা জানিয়েছেন পূজোর আগে এই  অভিযানের ফলে তারা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন। গত দুবছর করোনার কারণে তাদের আগেই ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। এখন সবে আস্তে আস্তে তাঁরা ঘুরে দাঁড়াচ্ছেন।  এই পরিস্থিতিতে তারা কীভাবে ক্ষতি সামল দেবেন ? যদি এই অভিযান পুজোর আগে না হয়ে অন্য সময় হলে তাদের কোন অসুবিধা হতো না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতারা জানিয়েছেন হাটের দোকান বন্ধ থাকলে তাদের কেনাকাটায় অসুবিধা হচ্ছে। এই সময় এই ধরনের রাজনৈতিক অভিযান না হলেই ভাল হতো। বিজেপির জেলা সভাপতি মনিমোহন ভট্টাচার্য জানিয়েছেন, এটা রাজ্যের প্রোগ্রাম। ব্যবসায়িক সমস্যার কথা তিনি ওপরমহলে জানাবেন।