সুনীত হালদার, হাওড়া: ফের মেরামতির কারণে বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, রবিবার কেবল এবং বিয়ারিংয়ের রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে।
আরও পড়ুন, 'শাস্তি চাইছি..', কমিশনের তালিকায় একই পরিবারের ৩ জনের 'নাম উধাও' ! গুরুতর অভিযোগ কোচবিহারে
মেরামতির জন্য বন্ধ হবে দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল, কবে কখন থেকে ?
আগামীকাল সকাল ৬ টা থেকে দুপুর ২টো পর্যন্ত ৮ ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে বলে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এক যানবাহন চলাচল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেই সময় কলকাতা এবং হাওড়ার মধ্যে দ্বিতীয় হুগলী সেতু দিয়ে চলা যানবাহন ঘুরপথে চলাচল করবে।সেই সময়ে কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতা গামী গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাবে।
দ্বিতীয় হুগলি সেতুর বিকল্প পথ কী ?
কলকাতা থেকে হাওড়ার দিকে গাড়ি যাওয়ার জন্য হাওড়া ব্রিজ হয়ে যাতায়াত করবে।কলকাতার দিক থেকে আবার বেশ কিছু যাত্রীবাহী গাড়িকে কাজীপাড়া, আন্দুল রোড, আলমপুর হয়ে সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কে উঠবে। আবার বেশ কিছু গাড়িকে শৈলেন মান্না সরণি হয়ে হাওড়া আমতা রোড দিয়ে সরাসরি নিবড়া হয়ে জাতীয় সড়ক অথবা মাইতি পাড়ার দিকে নিয়ে যাওয়া হবে।
অতীতেও একাধিকবার সেতু রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল বন্ধ রাখা হয়েছিল
এর আগেও সেতু রক্ষণাবেক্ষণের বিভিন্ন সময় দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার ফলে, ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলোকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। কলকাতা থেকে হাওড়াগামী গাড়ি হাওড়া ব্রিজ হয়ে নিবেদিতা সেতুর দিকে চালিত করা হয়। মালবাহী গাড়ি বাদে বাস এবং অন্যান্য গাড়ি কাজীপাড়া আন্দুল রোড হয়ে আলমপুর মোড় দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে রুট করা হয়। হ্যাংস্যাং ক্রসিং, বেলেপোল, শৈলেন মান্না সরণি হয়ে হাওড়া আমতা রোড ধরে ডোমজুড় হয়ে ডানকুনির দিকে গাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া কিছু গাড়িকে জিটি রোড, বালি, মাইতিপাড়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এবারও মোটামুটি এই রুটই মেনে চলবে গাড়ি।